রাশিদুল ইসলাম : [২] বিজ্ঞানীরা বলছেন সৌরজগতের বাইরে পৃথিবী থেকে ৯০ আলোকবর্ষ দূরে অবস্থিত এ গ্রহটিন নামকরণ করা হয়েছে টিওআই-ওয়ানটুথ্রিওয়ান বি। সিএনএন
[৩] সূর্যের চেয়ে এ গ্রহটি ছোট ও ম্লান।
[৪] গ্রহটি আবিস্কারের বিস্তারিত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হবে দি এ্যাস্ট্রোনোমিক্যাল জার্নালে।
[৫] সূর্য থেকে পৃথিবীর দূরত্বের তুলনায় নতুন গ্রহটি ৮ গুণ বেশি কাছে থাকলেও এর তাপমাত্রা পৃথিবীর মতই বলে জানান নিউ মেক্সিকো ভার্সিটির পদার্থবিজ্ঞান ও এ্যাস্ট্রোনোমির সহকারি অধ্যাপক দিয়ানা ড্রাগোমির।
[৬] তবে পৃথিবীর চেয়ে এ গ্রহটি বড় ও নেপচুনের কিছুটা ছোট। বরং বলা যায় ছোট আরেক নেপচুন।
[৭] গবেষকরা গ্রহটির ব্যাসার্ধ এবং ভর নির্ধারণ করতে সক্ষম হওয়ায় এর ঘনত্ব ও গঠন নির্ণয়ে বেশ কিছুটা স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। নাসার জেট প্রপালসন ল্যাবের প্রধান সমীক্ষা লেখক জেনিফার বার্ট বলেন গ্রহটির বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও তা নেপচুনের বায়ুমণ্ডল বৈশিষ্টের মতই বলে ধারণা করছেন।
[৮] দিয়ানা ড্রাগোমির বলছেন গ্রহটির বায়ুমণ্ডলে বিশাল পরিমান হাইড্রোজেন বা হাইড্রোজেন-হিলিয়াম অথবা জলীয় বাষ্পে পরিপূর্ণ থাকতে পারে।