আতিকুর রহমান : [২] বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় সকাল থেকে স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের ১০ ঘন্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে ।
[৩] মালিক পক্ষ আগামী ১৪ জুন শ্রমিকদের বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেয়।
[৪] গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সম্পাদনা: সাদেক আলী