হারুন-অর-রশীদ,: [২] বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ধলদী চন্দ্রীপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
[৩] এসময় গাড়ির চালক রফিকুল ইসলাম (৪২) ও হেলপার গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক চালকের নাম জানা গেলেও হেলপারের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
[৪] পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ধুলদি এলাকায় একটি যাত্রীবাহী বাস সামনের একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এসময় কাভার্ড ভ্যান চালক ও হেলপার গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ