শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:২১ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার ও বিশ্বব্যাংক, দু'পক্ষের কথাই নাকচ করলেন অর্থনীতিবিদরা, প্রবৃদ্ধি সাড়ে ৬ হতে পারে

ভূঁইয়া আশিক রহমান: [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৬ থেকে সাড়ে ৬ শতাংশ হলেই যথেষ্ট। কারণ রপ্তানিশিল্প ছাড়া অন্য সব সেক্টর এখনো গতি পায়নি। এখনো বিভিন্ন এলাকায় কঠোর লকডাউন চলছে। প্রায় সবকিছুতেই অনিশ্চয়তার পরিস্থিতিতে ৭ দশমিক ২ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন খুব কঠিন হবে।

[৩] তিনি বলেন, দেশে বিপুলসংখ্যক লোক এখন কর্মহীন, বেকার। আয়রোজগার নেই। দারিদ্রসীমার নিচে চলে গেছে অনেকেই। ভুল হ্যান্ডেলিংয়ে পড়েছি টিকা সংকটে।

[৪] তার মতে, কর্মহীন ও নিম্নআয়ের মানুষ নয়, প্রস্তাবিত বাজেটে মাঝারি ও বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোই লাভবান হবে। কারণ বাজেটে ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক খাতে বিশেষ কিছু নেই। ছিটেফোঁটা যা কিছু আছে, তা কর্মসংস্থান সৃষ্টিতে খুব একটা কার্যকর হবে বলে মনে হয় না।

[৫] বিশ্বব্যাংক বলেছে, আগামী বাজেটে বাংলাদেশ ৫.১ শতাং প্রবৃদ্ধি করতে পারে। সংস্থার ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, সরকার বলছে প্রবৃদ্ধি বাড়বে, বিশ^ব্যাংকও একই পূর্বাভাস দিচ্ছে। এখানে দুই পক্ষের মধ্যে মিল রয়েছে। জিডিপির প্রবৃদ্ধি কোনদিকে যাবে, কতোটা হবে- সেটা কখনো এক হয় না, এক হবেও না।

[৬] তিনি বলেন, অন্য বছর শুধু প্রাক্কলনটাই ভিন্ন হতো আসল হিসাব-নিকাশ থেকে। প্রকৃত হিসাব একই থাকতো। কারণ সকলে পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক বা চূড়ান্ত হিসাবের সংখ্যাগুলোই ব্যবহার করতো।

[৭] পরিসংখ্যান ব্যুরো গত একবছর ধরে কিছুই বলেনি। ফলে সরকার ও বিশ^ব্যাংকের হিসাবের মধ্যে এই তারতম্য দেখা যাচ্ছে।

[৮] ড. জাহিদ এও বলেন, হিসাবের বেইজডটা আগে সবার এক থাকতো, এ বছর সবার ডিফারেন্ট। যে ভিত্তির ওপর হিসাবটা করছে, তা এক নয়। কাজেই সেখানে নতুন জটিলাতা দেখা দিয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়