শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে দফায় দফায় ভূমিকম্প, একযোগে কাজ করবে শাবি-সিসিক

নিউজ ডেস্ক: সিলেটে গত দুই সপ্তাহ ধরে দফায় দফায় ভূমিকম্পের ফলে আতঙ্কে আছেন নগরবাসী। পাশাপাশি উদ্বেগে আছেন নগরভবন কর্তৃপক্ষ, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভূমিকম্পে বড় ধরনের ঝুঁকি এড়াতে একযোগে কাজ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট সিটি করপোরেশন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (৯ জুন) সন্ধ্যায় উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সিলেট সিটি করপোরেশনের মাঝে এক আলোচনা সভায় এসব সিদ্ধান্ত হয় বলে ঢাকা পোস্টকে জানান উপাচার্য।

তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে সিটি করপোরেশন সঙ্গে একযোগে কাজ করব আমরা। এজন্য সিটি করপোরেশন যে রকম সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাদের সেভাবে সহায়তা করব।

উপাচার্য বলেন, খুব দ্রুত বিশ্ববিদ্যালয় এবং সিটি করপোরেশন সমন্বয়ে একটি পর্যবেক্ষক কমিটি হবে। তারা সিলেট শহরের ও বিশ্ববিদ্যালয়ের সব ঝুঁকিপূর্ণ ভবন, শহরের বন্ধ হয়ে থাকা মার্কেট এবং অন্য স্থাপনা পরিদর্শন করে একটি সমীক্ষা করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক, ড. সাইফুল আলম, ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার, ড. জহির বিন আলম, ড. ইমরান কবীর, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়