শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১১:২৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ ও নোয়াখালীতে দুজনকে কুপিয়ে হত্যা

সালেহ্ বিপ্লব: মানিকগঞ্জের ‍সিঙ্গাইরে নাসির হোসেন (৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। একইদিনে নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী মো. কামাল উদ্দিনকে হত্যা করা হয়।

নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য থেকে জানা যায়, আহত যুবক সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের ওবায়েদুল হকের পুত্র প্রবাসী মো. কামাল উদ্দিন। আহত কামাল উদ্দিন নোয়াখালী জেনারেল হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (০৯ জুন) দুপুরে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের মালেকের দোকানে প্রবাসী কামাল উদ্দিন একটি দোকানে চা খাওয়া অবস্থায় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী মৃত সফি মিয়া (সফি চোরা)’র ছেলে মো. মাইন উদ্দিন, মো. রফিক, মো. ইসমাইল, আহসান উল্লাহ, ও ছায়েদুল হক (সাদু)’র ছেলে জসিম উদ্দিন তুষার, আব্দুর রহীম, রুহুল আমিনের পুত্র আবুল কালাম, সেলিমের পুত্র মাসুদের নেতৃত্বে অতর্কিত হামলা করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানান, এসআই নুরুল ইসলাম ও দিপক দেবনাথকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এসময় এনায়েত নামে একজনকে আটক করে।

মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য থেকে জানা যায়, বুধবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের পূর্ব বাস্তা বাসস্ট্যান্ডে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসির ওই এলাকার ইছহাক মিয়ার ছেলে। সে মুদি মালের ব্যবসা করতেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যারম খেলা নিয়ে মঙ্গলবার (৮ জুন) ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাস্তা গ্রামের সফরের ছেলে লাবু মিয়া (৩৭) ও তার সহযোগীরা মুদি দোকানি নাসিরকে কুপিয়ে জখম আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়