শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রতারকারা ছোটপর্দায়ও নির্মাতাপ্রিয়

ইমরুল শাহেদ: বড় পর্দা আর ছোট পর্দার আবেদন নিয়ে এখনো নির্মাতা নির্মাতায় তর্ক হয়। প্রত্যেক মাধ্যমের নির্মাতারাই নিজেদের শ্রেষ্ঠ মনে করেন। এই বিতর্কের সহজ মীমাংসা হলো সৃজনশীল কাজে যিনি অভিনত্বে বিনোদন পিপাসীদের তৃষ্ণা মিটাতে পারেন তিনিই শ্রেষ্ঠ। তবে বড় পর্দার তারকারা যে ছোটপর্দার নির্মাতাদের কাছে স্বাগতিক এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।

টিভির বিনোদন অনুষ্ঠান হলেই উপস্থাপনা বা উপস্থিতির জন্য বেশির ভাগ ক্ষেত্রেই চিত্রতারকাদের পেতে চেষ্টা করা হয়। অগত্যা না পেলে করা হয় বিকল্প ব্যবস্থা। গেল ঈদেও বিটিভির একটি বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপন করেছেন ফেরদৌস ও পূর্ণিমা। এছাড়া চলচ্চিত্রের কাজ কমে যাওয়ার পর থেকে পূর্ণিমা নাটকেও অভিনয় করছেন। করছেন বিজ্ঞাপনচিত্রের কাজ। নাটক নির্মাতা হাসান জাহাঙ্গীর চিত্রতারকাদের নিয়েই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার অবয়ব যেমনই হোক না কেন তিনি চিত্রনায়িকাদের নায়ক হতে চান। আগে তিনি নিয়মিতই কাজ করতেন পপির সঙ্গে।

এবার পপি আড়ালে থাকার কারণে সিমলাকে নিয়ে ঈদের একটি নাটক করেছেন। সিমলার সঙ্গেও তিনি নায়ক হয়েছেন। এবার তিনি ‘চুপিচুপি’ নামে একটি ধারাবাহিকে নিয়েছেন নায়িকা মুনমুনকে। পপি-সিমলা-মুনমুন - এমনি বৈচিত্র্যে হাসান জাহাঙ্গিরের বিচরণ। এ বিষয়টি একদিক থেকে ভালো। চ্যানেল থেকে কাউকে চেপে দেওয়ার বিড়ম্বনা থেকে রক্ষ পাচ্ছেন তিনি।

জানা গেছে, পূবাইলে দুইদিন নাটকটির শুটিং করেছেন মুনমুন। তার ভাষ্য, ‘হাসান জাহাঙ্গীর ভাইয়ের অনুরোধে নাটকে অভিনয় করলাম। কাজটি করে ভালো লাগলো। গোছানো ইউনিট। ভালো প্রস্তাব পেলে সামনেও নাটকের কাজ করবো।’ এদিকে, মুক্তির অপেক্ষায় আছে মুনমুনের ‘রাগী’ ও ‘পাগল প্রেমিক’ নামের দু’টি ছবি। এছাড়াও নতুন ছবির বিষয়ে কথা চলছে বলেও জানান এই নায়িকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়