এইচএম দিদার: [২] কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন মো. শফিউল আলম।
[৩] স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচয় দিতে গিয়ে তিনি জানান, গত ২৪ মে এই থানায় যোগদান করেন।
[৪] এর আগে সর্বশেষ জেলার ডিএসবি শাখাসহ বিভিন্ন থানায় পরিদর্শক হিসেবে সুনাম ও দক্ষতার সহিত কাজ করেছেন এ পুলিশ কর্মকর্তা।
[৫] পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব নেওয়ার পর মো. সফিউল আলম বলেন, সরকারের অর্পিত দায়িত্ব পালনে যথাযথ চেষ্টা করবো। সেই সঙ্গে মানুষ যাতে নির্বিঘ্নে পুলিশি সেবা পায় সে বিষয়ে সচেতন থেকে দায়িত্ব পালন করে যাবে। কোনো নিরীহ ব্যক্তি যেনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে সোচ্চার থাকবো।
[৬] তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে কাজ করে যাবো-ইনশাল্লাহ। সম্পাদনা: হ্যাপি