মো.ইউসুফ মিয়া: [২] উপজেলার মাছপাড়া বাজার সংলগ্ন এলাকায় দুইটি নকল বিদ্যুতের তারের কারখানার সন্ধানে খুঝে বের করে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মালিককে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
[৩] সোমবার দুপুরের রাজবাড়ী জেলার পাংশায় বাজারে রাজবাড়ীর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিকদারের নেতৃত্বে পাংশা মাছপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাংশা মাছপাড়া বাজারে মোবাইল কোর্টের অভিযানে স্বাস্থ্য বিধি পালনে জনগণকে পরামর্শ দেওয়া হয় এবং করোনাভাইরাসের মহামারীতে যারা বাজারে মাস্ক ছাড়া এসেছেন তাদেরকে মাস্ক বিতরণ করা হয়েছে।
[৪] মাস্ক বিতরণ শেষে মাছপাড়া বাজারে নকল বিদ্যুতের তারের বি,বি,এক্স কেবলস কারখানার মালিক মোঃ ইকবাল হোসেনকে অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ ১৯৫৬ এর ৬(১) ধারায় ও ভোক্তা আইন ২০০৯ এর ৪৪ ধারায় মালিককে ২০ হাজার টাকা এবং কে,আর,বি কেবলসের মালিক মোঃ মোজাম্মেল খাঁনকে একই অপরাধে ৬(১) ধারায় ১০হাজার টাকা সর্বমোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
[৫] মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতাকরেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিসের প্রসিকিউটর সূর্য্য কুমার প্রামানিক। আইন শৃঙ্খলায় নিয়োজিত ছিলেন পাংশা থানার মোঃ আমজাদ হোসেন এসআই পাংশা থানার নেতৃত্বে পুলিশের একটি টিম প্রতিনিয়ত এ জনস্বার্থে এ মোবাইল কোর্টের অভিযান অবিরাম চলবে।