শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর পাংশায় নকল বিদ্যু‌তের বি‌,বি,এক্স এবং কে‌,আর,‌বি কেবলসের দুই‌টি কারখানায় মোবাইল কো‌র্টের অ‌ভিযা‌ন

মো.ইউসুফ মিয়া: [২] উপ‌জেলার মাছপাড়া বাজা‌র সংলগ্ন এলাকায় দুই‌টি নকল বিদ্যু‌তের তা‌রের কারখানার সন্ধানে খু‌ঝে বের করে মোবাইল কো‌র্টের মাধ্য‌মে দুই মা‌লিক‌কে ৩০হাজার টাকা জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে।

[৩] সোমবার দুপু‌রের রাজবাড়ী জেলার পাংশায় বাজা‌রে রাজবাড়ীর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিকদারের নেতৃত্বে পাংশা মাছপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাংশা মাছপাড়া বাজা‌রে মোবাইল‌ কো‌র্টের অভিযানে স্বাস্থ্য বিধি পালনে জনগণকে পরামর্শ দেওয়া হয় এবং ক‌রোনাভাইরা‌সের মহামারী‌তে যারা বাজা‌রে মাস্ক ছাড়া এ‌সে‌ছেন তা‌দের‌কে মাস্ক বিতরণ করা হ‌য়ে‌ছে।

[৪] মাস্ক বিতরণ শে‌ষে মাছপাড়া বাজা‌রে নকল বিদ্যু‌তের তা‌রের বি‌,বি,এক্স কেবলস কারখানার মালিক মোঃ ইকবাল হোসেনকে অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ ১৯৫৬ এর ৬(১) ধারায় ও ভোক্তা আইন ২০০৯ এর ৪৪ ধারায় মা‌লিককে ২০ হাজার টাকা এবং কে‌,‌আর,‌বি কেবলসের মালিক মোঃ মোজাম্মেল খাঁনকে একই অপরা‌ধে ৬(১) ধারায় ১০হাজার টাকা সর্বমোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

[৫] মোবাইল কোর্ট প‌রিচালনায় সহ‌যো‌গিতাক‌রেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিসের প্রসিকিউটর সূর্য্য কুমার প্রামা‌নিক। আইন শৃঙ্খলায় নি‌য়ো‌জিত ছি‌লেন পাংশা থানার মোঃ আমজাদ হোসেন এসআই পাংশা থানার নেতৃত্বে পুলিশের একটি টিম প্র‌তি‌নিয়ত এ জনস্বা‌র্থে এ মোবাইল কো‌র্টের অভিযান অবিরাম চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়