শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে আরো তিন ভারত ফেরত বাংলাদেশি নাগরিক আটক

আসাদুজ্জামান: [২] বিভিন্ন সীমান্ত অভিযান চালিয়ে গত ১০ দিনে দুই মানবপাচারকারীসহ মোট ৪১ জনকে আটক বাংলাদেশি। ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

[৪] সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে রোববার রাতে তাদের আটক করা হয়। এদিকে ভারতে করোনার ভেরিয়েন্ট সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে সে দেশ থেকে মানুষ বাংলাদেশে প্রবেশ করছে। এতে আতংকিত হয়ে পড়েছেন জেলাবাসী।

[৫] আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের ইফসুফ আলী (৪৫), একই উপজেলার খেৎুর বাড়িয়া গ্রামের আজহারুল ইসলাম (২১) ও একই গ্রামের রুহুল আমিন (২৪)।

[৬] বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, অবৈধ যাতায়াত রোধে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিনা পাসপোর্টে অবৈধপথে বাংলাদেশে ফিরে আসার সময় সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে উক্ত তিনজনকে আটক করা হয়।

[৭] তিনি আরো জানান, আটককৃতদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় সোপর্দ করা হবে।

[৮] ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উক্ত ভাইরাস বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নত করা হয়েছে।

[৯] উক্ত এলাকা সমূহে অবৈধ গমানাগমন প্রতিরোধে ইতিমধ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়