শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে আরও ৯৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু এক

অহিদ মুকুল: [২] নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৬৮ শতাংশ। নমুনা শনাক্তের হার আগের দিনের চেয়ে কম। একই সময় জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

[৩] রোববার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

[৪] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জেলার দুটি করোনা পরীক্ষাকেন্দ্রে ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের ফলাফল পাওয়া যায় পজিটিভ। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৬৮ শতাংশ।

[৫] কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ৯৩ জনের মধ্যে ৭১ জনই সদর উপজেলার বাসিন্দা। আর বাকি ব্যক্তিদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার রয়েছেন ১০ জন, সুবর্ণচরের ১ জন, চাটখিলের ৩ জন, সেনবাগের ৫ জন, কোম্পানীগঞ্জে ২ জন ও কবিরহাট উপজেলার ১ জন। এখন পর্যন্ত জেলায় মৃত মানুষের সংখ্যা ১২৬।

[৬] জেলার সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে প্রশাসন ঘোষিত এক সপ্তাহের লকডাউন চলছে। সরকারি প্রচার-প্রচারণার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসাধারণকে ঘরে রাখার চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় শিগগিরই সংক্রমণের হার কমে আসবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়