শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে আরও ৯৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু এক

অহিদ মুকুল: [২] নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৬৮ শতাংশ। নমুনা শনাক্তের হার আগের দিনের চেয়ে কম। একই সময় জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

[৩] রোববার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

[৪] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জেলার দুটি করোনা পরীক্ষাকেন্দ্রে ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের ফলাফল পাওয়া যায় পজিটিভ। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৬৮ শতাংশ।

[৫] কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ৯৩ জনের মধ্যে ৭১ জনই সদর উপজেলার বাসিন্দা। আর বাকি ব্যক্তিদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার রয়েছেন ১০ জন, সুবর্ণচরের ১ জন, চাটখিলের ৩ জন, সেনবাগের ৫ জন, কোম্পানীগঞ্জে ২ জন ও কবিরহাট উপজেলার ১ জন। এখন পর্যন্ত জেলায় মৃত মানুষের সংখ্যা ১২৬।

[৬] জেলার সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে প্রশাসন ঘোষিত এক সপ্তাহের লকডাউন চলছে। সরকারি প্রচার-প্রচারণার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসাধারণকে ঘরে রাখার চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় শিগগিরই সংক্রমণের হার কমে আসবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়