শিরোনাম
◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নমুনা না দিলেও মিলছে, কোভিড নেগেটিভ সার্টিফিকেট

মিনহাজুল আবেদীন: [২] বিদেশগামী যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেটের প্রলোভন দেখিয়ে রাজধানীতে অপতৎপরতা চালাচ্ছে একটি শক্তিশালী চক্র। নমুনা না দিয়েও টাকা থাকলেই পাওয়া যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধিত প্যাথলজি সেন্টার থেকে কোভিডের সার্টিফিকেট।

[৩] সরেজমিনে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের সামনে দেখা যায়, তাদের কেউই ডিএনসিসি হাসপাতালের নন, প্রত্যেকের গলায় ঝুলছে প্যাথলজি সেন্টারের পরিচয়পত্র।

[৪] রোববার ডিবিসি টিভির এক প্রতিবেদনে নূরনবী পরিচয় দিয়ে একজন বলেন, বিদেশযাত্রী হলে করোনা পরীক্ষার নমুনা দিতে হবে না, নিশ্চিত নেগেটিভ সার্টিফিকেট পাওয়া যাবে। টাকা লাগবে ৯ হাজার।

[৫] পরদিন, পাসপোর্টের কপি এবং টাকা নিয়ে গিয়ে অপেক্ষার সময়ে দেখা গেলো কয়েকজন টাকা ভাগাভাগি করছেন। কন্ট্রাক্ট করা ব্যক্তির কাছে তুলে দেয়া হলো পাসপোর্টের কপি। নিয়ে গেলেন দক্ষিণ মহাখালীর মুক্তিযুদ্ধ ছাউনির পাশে। এরপর ছুটলেন একটি গলিতে। প্রায় আধঘণ্টা পর একটা ব্যাগ হাতে বেরিয়ে আসলেন। দেখা গেলো পাসপোর্টের কপি হুবহু থাকলেও ছবি বদলে গেছে। একই নাম ঠিকানায় ফ্লাইটের একটি টিকিটও দেখালেন।

[৬] এবার এলেন আরেকজন, যিনি এই দলের মূল ভূমিকা পালন করছেন। রাস্তার ওপারে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। বললেন, সেখানেই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া। হাসপাতালের সামনে দাড়িয়ে গুনে নিলেন ৯ হাজার টাকা। অপেক্ষার পর রাত সাড়ে সাতটা ৩৩ মিনিটে পাওয়া গেলো কাঙ্খিত এসএমএস, করোনা নেগেটিভ। কোনো রকম পরীক্ষা ছাড়ায় সনদ মিললো অনলাইনে। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়