শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নমুনা না দিলেও মিলছে, কোভিড নেগেটিভ সার্টিফিকেট

মিনহাজুল আবেদীন: [২] বিদেশগামী যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেটের প্রলোভন দেখিয়ে রাজধানীতে অপতৎপরতা চালাচ্ছে একটি শক্তিশালী চক্র। নমুনা না দিয়েও টাকা থাকলেই পাওয়া যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধিত প্যাথলজি সেন্টার থেকে কোভিডের সার্টিফিকেট।

[৩] সরেজমিনে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের সামনে দেখা যায়, তাদের কেউই ডিএনসিসি হাসপাতালের নন, প্রত্যেকের গলায় ঝুলছে প্যাথলজি সেন্টারের পরিচয়পত্র।

[৪] রোববার ডিবিসি টিভির এক প্রতিবেদনে নূরনবী পরিচয় দিয়ে একজন বলেন, বিদেশযাত্রী হলে করোনা পরীক্ষার নমুনা দিতে হবে না, নিশ্চিত নেগেটিভ সার্টিফিকেট পাওয়া যাবে। টাকা লাগবে ৯ হাজার।

[৫] পরদিন, পাসপোর্টের কপি এবং টাকা নিয়ে গিয়ে অপেক্ষার সময়ে দেখা গেলো কয়েকজন টাকা ভাগাভাগি করছেন। কন্ট্রাক্ট করা ব্যক্তির কাছে তুলে দেয়া হলো পাসপোর্টের কপি। নিয়ে গেলেন দক্ষিণ মহাখালীর মুক্তিযুদ্ধ ছাউনির পাশে। এরপর ছুটলেন একটি গলিতে। প্রায় আধঘণ্টা পর একটা ব্যাগ হাতে বেরিয়ে আসলেন। দেখা গেলো পাসপোর্টের কপি হুবহু থাকলেও ছবি বদলে গেছে। একই নাম ঠিকানায় ফ্লাইটের একটি টিকিটও দেখালেন।

[৬] এবার এলেন আরেকজন, যিনি এই দলের মূল ভূমিকা পালন করছেন। রাস্তার ওপারে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। বললেন, সেখানেই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া। হাসপাতালের সামনে দাড়িয়ে গুনে নিলেন ৯ হাজার টাকা। অপেক্ষার পর রাত সাড়ে সাতটা ৩৩ মিনিটে পাওয়া গেলো কাঙ্খিত এসএমএস, করোনা নেগেটিভ। কোনো রকম পরীক্ষা ছাড়ায় সনদ মিললো অনলাইনে। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়