শিরোনাম
◈ জাকসুর ভোট গণনা শেষ, অপেক্ষা ফলের ◈ আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় : ফাওজুল কবির ◈ নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব : জাকসুর সিইসি ◈ টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ◈ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা ◈ ভোট চুরি চলতে থাকলে ভারতেও নেপাল–বাংলাদেশের মতো গণবিক্ষোভ ঘটতে পারে: অখিলেশ যাদব ◈ আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে তথ্য উপদেষ্টা ◈ যশোর সীমান্তে স্বর্ণপাচার বেড়েছে, আট মাসে উদ্ধার ২৬ কোটি টাকার স্বর্ণবার ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগ নেতাকর্মীদের (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০২:০৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামু উপজেলা পরিষদে পাবলিক টয়লেটের উদ্বোধন

হাবিবুর রহমান সোহেল: [২] অবশেষে রামু উপজেলায় আগত সেবা প্রার্থীসহ সকলের জন্য পাবলিক টয়লেটের উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। রবিবার ৬ জুন সকাল ১১টায় রামু উপজেলা পরিষদে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

[৩] এসময় উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর (হউমেনিটেরিয়ান ও রিজিলিয়েন্স) রাম দাশ , সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সরুয়ার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ ইকবাল, রামু উপজেলা পরিয়দের উপজেলা ভাইস চেয়ারম্যান, মো. সালাউদ্দিনসহ রামুর উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, “আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কেয়ার বাংলাদেশকে রামু উপজেলা পরিষদে এই পাবলিক টয়লেটের সেবা নিশ্চিত করে দেয়ার জন্য। উপজেলা পরিষদের স্টাফ এবং সাধারণ জনগন এই পাবলিক টয়লেটের ফলে উপকৃত হবে। আমি নিজে এই পাবলিক টয়লেট নির্মনের কাজ পর্যবেক্ষণ করেছি এবং আমি পুরোপুরি সন্তুষ্ট কাজের মান নিয়ে। আমি ভবিষ্যতেও কেয়ার বাংলাদেশের কাছ থেকে রামু উপজেলা পরিষদ ও রামুর জনগণের জন্য এ ধরণের আরো সহযোগীতা প্রত্যাশা করছি।

[৫] কেয়ার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রাম দাশ বলেন, “এই পাবলিক টয়লেট স্থাপনের ফলে রামু উপজেলা পরিষদে সেবা নিতে আসা রামুর বাসিন্দাদের দুর্ভোগ অনেক কমে যাবে বলে আমরা আাশা করছি। বিশেষ করে সেবা নিতে আসা নারীদের জন্য টয়লেট ব্যবহারে এটি বড় সুবিধা তৈরি করবে। কেয়ার বাংলাদেশ কক্সবাজারের বিভিন্ন উপজেলায় স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং নারী ও কিশোরীদের অবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্ঠা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়