শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৫:৩১ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: মিডিয়া দেখলে অনেক বুদ্ধিমানও গর্দভ হয়ে যায়!

আশরাফুল আলম খোকন: অতি কথন খুব খারাপ বিষয়। কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না- এই বিষয়টি বুঝতে পারায় যোগ্যতার বিষয়। এখানে মেধা, শিক্ষাগত যোগ্যতার বা পদ-পদবির চেয়ে ‘কমন সেন্স’ বেশি গুরুত্বপূর্ণ। মিডিয়া দেখলে অনেক বুদ্ধিমানও গর্দভ হয়ে যায়। কারণ একটাই, মিডিয়াতে হিরো হওয়া বা জাতিকে চেহারা দেখানোর সুযোগ অনেকেই হাতছাড়া করতে চান না। আর এই গর্দভী হিরোইজম করতে গিয়ে জাতির কিংবা দলের বারোটা বাজে।

প্রথমত মিডিয়াতে সব কিছু বলতে আপনি বাধ্য না। আর সব কিছু জাতির জানারও দরকার নাই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এমন অনেক কিছুই থাকে যা প্রকাশিত হলে ক্ষতিকর হবে। জাতির ক্ষতি কেউই চাওয়া উচিত না। করোনার যে টিকা চীন শ্রীলংকাকে দিয়েছে ১৫ ডলারে বাংলাদেশেকে তা দিয়েছিল ১০ ডলারে। শর্ত ছিল দামের বিষয়টি বাংলাদেশ প্রকাশ করতে পারবে না। এই শর্ত আমরা রক্ষা করতে পারিনি, শুধু বাচালতার কারণে।

যখন অনেক উন্নত প্রভাবশালী দেশ টিকা পায়নি, তখন ভারত থেকে সেরামের টিকা পেয়েছিলো বাংলাদেশের মানুষ। চীনের সাথে দরদামে জিতে যাওয়াটাও ছিল বাংলাদেশের আরেকটি সফলতা। কিন্তু এই সফলতা ম্লান হয়ে গেলো এই হেরোইজম প্রীতির কারণে। একজন কর্মকর্তা হিরো সাজতে গিয়ে মিডিয়াতে দাম বলে দিলেন। ফলশ্রুতিতে এখন চুক্তি বাতিল করছে চীন। কারণ তাদের কাছ থেকে টিকা নেওয়া অন্যদেশগুলো এখন অতিরিক্ত টাকা ফেরত চাচ্ছে। এখন ওই দেড়কোটি টিকা নিতে চাইলে অতিরিক্ত টাকা গচ্চা দিয়েই বাংলাদেশকে নিতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়