শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে কারা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ১'শ সুপারীর চারা রোপণ করলেন ফরিদপুরের সেই স্কুল শিক্ষক

হারুন-অর-রশীদ: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরণায় পরিবেশ রক্ষা, বজ্রপাতে মৃত্যু রোধ ও ক্ষয় ক্ষতি কমাতে ফরিদপুরে ২ হাজার তালগাছ বীজ রোপণ করা সেই আলোচিত স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম এবার বিশ্ব পরিবেশ দিবসে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ১'শ টি সুপারী গাছের চারা রোপণ করেছেন।

[৩] শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের দৃষ্টি নন্দন ও সৌন্দর্য্য বাড়াতে শিশু একাডেমীর সামনের রাস্তা এবং বায়তুল আমান বিএড কলেজের সামনের মাঠের চারপাঁশে ১'শ টি সুপারীগাছ রোপণ করেন।

[৪] সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মো.নুরুল ইসলাম ওরফে নুরুল স্যারের দীর্ঘদিন ধরে এই গাছ লাগানোর বিষয়টি শহরের মানুষের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। তাঁকে দেখে অনেকেই গাছ লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ হচ্ছেন।

[৫] এর আগে শিক্ষক মোঃ নুরুল ইসলাম শহরের বিভিন্ন স্থানে ২'হাজার তালগাছ বীজ রোপণ,
২'হাজার খেঁজুরগাছের বীজ রোপণ, শতাধিক কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ রোপণ করে আলোচনায় আসেন।

[৬] এছাড়া প্রায় সারা বছরই তিনি সুযোগ পেলেই রাস্তার পাঁশে বিভিন্ন ফলজ ও ঔষুধী গাছ লাগিয়ে থাকেন। এ বিষয়ে স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম বলেন, বৃক্ষের প্রতি ভালোবাসা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় পরিবেশ রক্ষা,বর্জ্রপাতে মৃত্যু রোধ, ক্ষয়-ক্ষতি কমাতে ও শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে তিনি তালবীজ রোপণ , খেঁজুরের বীজ রোপণসহ নানা ধরনের গাছ লাগিয়ে থাকেন।

[৭] নুরুল ইসলাম আরো বলেন, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু তাই আসুন আমরা সবাই বেশী বেশী করে গাছ লাগাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়