শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলাবদ্ধতায় দুর্ভোগ নগরবাসীর, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি

শিমুল মাহমুদ: [২] ভোর থেকেই রাজধানীর আকাশ বেশ গুমোট। সকাল ৮টার পরপরই শুরু হয় ভারী বৃষ্টি। এরপর কয়েক ঘণ্টা জন্য থেমে দুপুর পৌনে ২টার দিকে ফের মাঝারি ধরনের ভারী বর্ষণ। ভারী এ বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানী জুড়ে।

[৩] গাবতলী, কল্যানপুর, দারুস সালাম, আসাদগেট, ধানমন্ডি ২৭, মিরপুর ১-২ ও সনি সিনামা হলের সামনে, এ্যালিফেন্ট রোড, মৎস ভবনের সামনে, ফকিরাপুল, নটরডেম কলেজের সামনে, শান্তিনগর, বাড্ডা, রামপুরা, উত্তরা, মগবাজার, মতিঝিল ছাড়াও নগরের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে বাইরে থাকা কর্মমুখী মানুষজন।

[৪] আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে রাজধানী ঢাকায় ৫৫ মিলিমিটার বর্ষণ হয়েছে। বর্ষাকালে দেশের আকাশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অবস্থান করে, যার প্রভাবে হয় বৃষ্টি। আগামী সোমবার এই বায়ু দেশের আকাশে প্রবেশ করবে, এ কারণে বাড়বে বৃষ্টি। যদিও বর্ষার ঝুম বৃষ্টি পেতে অপেক্ষা করতে হবে জুনের মাঝামাঝি পর্যন্ত।

[৫] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে অবস্থান করছে। আগামী দু-তিন দিনের মধ্যে তা বাংলাদেশের টেকনাফ উপকূলে আসতে পারে। ৭ জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে দেশের দক্ষিণাংশে।

[৬] মো. শাহীনুল ইসলাম বলেন, বৃষ্টি প্রথম বাড়বে দক্ষিণাংশে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে। পাশাপাশি একই সময়ে বাড়বে ময়মনসিংহ ও সিলেটেও। এরপর সেই বায়ু দেশের মাঝামাঝি চলে আসতে পারে, যা ধীরে ধীরে দেশের উত্তর দিক দিয়ে ভারতে প্রবেশ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়