রাকিবুল রিফাত:[২] গত মাসে ভ্যাকসিন কার্যক্রম গতিশীল করতে ভ্যাকসিন বিতরণ ও সরবারহ আইনে পরিবর্তন এনেছে ভারত সরকার, যাতে বেসরাকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের জন্য ভ্যাকসিন বরাদ্দ রাখা যায়। কিন্তু এক মাসের ভ্যাকসিন বিতরণে চরম বৈষম্যের দৃশ্য ফুটে উঠেছে দেশটিতে। ইন্ডিয়ান এক্সেপ্রেস
[৩] গত মে মাসে কেন্দ্রীয় সরকার বেসরকারি খাতে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা বরাদ্দ করে। যার ৫০ শতাংশ ৯টি কর্পোরেট হাসপাতালের দখলে। হাসপাতালগুলো ৬০ লাখ ৫৭ হাজার ডোজ টিকা মজুদ করেছে। বাকি ডোজগুলো পুরো ভারতের ৩০০ টি হাসপাতাল ব্যবহার করছে।
[৪] মে মাসে ভারতে মোট টিকা সরবারহ ছিলো ৭ কোটি ৯৪ লাখ যার প্রায় ১৫ শতাংশ টিকা বেসরকারি হাসপাতালগুলো সংগ্রহ করে। ভারতের টিকা মজুদে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যথাক্রমে এ্যাপোলো, ম্যাক্স হেলথকেয়ার, এইচএন রিল্যায়েন্স।
[৫] এর আগে কেন্দ্রীয় সরকার জানায়, ইচ্ছা করলে রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলো নির্দিষ্ট পরিমাণ টিকা সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে কিনতে পারবে। সম্পাদনা: ইমরুল শাহেদ