শিরোনাম
◈ ঐকমত্য কমিশনকে ঐক্য ধরে রাখার আহ্বান ৫৩ নাগরিকের ◈ ৪১ বছর পর ওয়ানডে ক্রিকে‌টে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউ‌জিল‌্যান্ড  ◈ ‌পিচ কিউরেটর গা‌মি‌নিকে প্রথ‌মে ক‌রে‌ছে মিরপুরছাড়া এবার তা‌কে দেশছাড়া করছে বিসিবি  ◈ এশিয়া কাপের ট্রফি দু'এক দি‌নের ম‌ধ্যে ভারতীয় বো‌র্ডে পৌঁছা‌বে, না এ‌লে বিকল্প ব‌্যবস্থা: বি‌সি‌সিআই স‌চিব ◈ ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম হবে ছয় বছরে সর্বনিম্ন: বিশ্বব্যাংক ◈ ‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল ◈ ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: ইসি আনোয়ারুল ◈ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষে শিগগিরই চার্জশিট জমা দেয়া হবে: র‍্যাব ◈ এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা, সব সৃষ্টি করেছে জামায়াত: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে তিনশ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক গৃহবধূ

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরের বোয়ালমারীতে তিনশ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করা হয়েছে।

[৩] এ সময় মহিলার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওই দম্পতি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুন) রাতে বোয়ালমারী থানায় ওই দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত নারীকে শুক্রবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

[৪] মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের বিভাগীয় পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের মাহফুজ শেখের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহফুজ শেখ পালিয়ে যায়। এ সময় তার বসত ঘরের স্টীলের আলমারি থেকে ৩০০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তার স্ত্রী সীমা বেগমকে আটক করা হয়।

[৫] এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (খ-সার্কেল) মোহাম্মদ মিজানুর রহমান বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ওই দম্পতির বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক),১৯(ক) ও ৪১ ধারায় মামলা করেছেন।

[৬] এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি বলেন, পলাতক আসামি মাহফুজকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত সীমা বেগমকে শুক্রবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়