শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে তিনশ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক গৃহবধূ

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরের বোয়ালমারীতে তিনশ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করা হয়েছে।

[৩] এ সময় মহিলার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওই দম্পতি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুন) রাতে বোয়ালমারী থানায় ওই দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত নারীকে শুক্রবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

[৪] মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের বিভাগীয় পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের মাহফুজ শেখের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহফুজ শেখ পালিয়ে যায়। এ সময় তার বসত ঘরের স্টীলের আলমারি থেকে ৩০০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তার স্ত্রী সীমা বেগমকে আটক করা হয়।

[৫] এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (খ-সার্কেল) মোহাম্মদ মিজানুর রহমান বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ওই দম্পতির বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক),১৯(ক) ও ৪১ ধারায় মামলা করেছেন।

[৬] এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি বলেন, পলাতক আসামি মাহফুজকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত সীমা বেগমকে শুক্রবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়