শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে অর্থনৈতিক বৈষম্য নিরসনের প্রতিফলন নেই: গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট

সমীরণ রায়: [২] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, দেশে দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা ‘বৃদ্ধি পাওয়া’ ও ‘মারাত্মক অর্থনৈতিক বৈষম্য’-এর মতো সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ প্রস্তাবিত বাজেটে নেই। দেশের পোশাকসহ সব শ্রমিকদের জন্য রেশন, বিনামূল্যে চিকিৎসা, স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করতে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি করেন তারা।

[৩] তারা বলেন, শ্রমিকদের শ্রম অধিকারের মারাত্মক সংকোচন, প্রাতিষ্ঠানিক শ্রমিকের পরিমাণ বৃদ্ধি পাওয়া, মারাত্মক অর্থনৈতিক বৈষম্য, দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মত সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ উত্থাপিত বাজেটে প্রতিফলিত হয়নি। বাজেটের আকার বাড়লেও শ্রমিকদের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ, অসুস্থতায় চিকিৎসার নিশ্চয়তা কিংবা স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করার জন্য বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি।

[৪] তারা আরও বলেন, করোনাকালে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি যে প্রকৃত ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের কাছে পৌঁছায়নি, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে তা সুস্পষ্ট। তাই সুনির্দিষ্টভাবে খাতভিত্তিক বরাদ্দ দিয়ে রেশন প্রদানের ব্যবস্থা করা ছাড়া ও এমএস কিংবা টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে কর্মরত শ্রমিককের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায় না। আর শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে, তাদের জীবনমানের উন্নয়ন না ঘটিয়ে, তাদের উৎসাহিত করতে প্রণোদনামূলক পদক্ষেপ না নিয়ে, ন্যায্য মজুরি নিশ্চিত না করে-শুধু মালিকদের পৃষ্ঠপোষকতা করে মানসম্মত উৎপাদন কিংবা সামাজিক স্থিতিশীলতার স্বপ্ন দেখা হলো প্রচণ্ড নিপীড়ন চালিয়ে শ্রমিকের দাবি দমন করা।

[৫] গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক হাসনাত কবির প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়