শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরে দেখা: পদ্মানদীর মাঝি ও গৌতম ঘোষ

ইমরুল শাহেদ: ঢাকার চলচ্চিত্রে কলকাতার চিত্রনির্মাতা গৌতম ঘোষের নামটি বেশ সুপরিচিত। প্রযোজক হাবিব খানের প্রযোজনায় গৌতম ঘোষ এদেশে ‘পদ্মানদীর মাঝি’। গৌতম ঘোষ যখন পদ্মানদীর মাঝি নির্মাণ করেন তখন আমি সাপ্তাহিক বিচিত্রায় কর্মরত। আমাকে বলা হলো ‘পদ্মানদীর মাঝি’ নিয়ে বিচিত্রার জন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখতে হবে। লিখেছিলাম। তাতে ছবিটির লোকেশনের যেমন বর্ণনা ছিল, তেমনি পদ্মানদীর মাঝির আদ্যোপান্তও ছিল। সঙ্গে ছিল গৌতম ঘোষের একটি সাক্ষাৎকার।

তিনি বলেছিলেন, ‘ছবি নির্মাণ করতে গিয়ে দেখলাম পদ্মা প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে।’ পদ্মার মতই আমাদের জীবনযাত্রাও। কিন্তু পরিচালক হিসেবে তিনি ব্যর্থ হয়েছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের বর্ণনানুসারে দৃশ্যাবলী চিত্রায়িত করতে। লেখকের বর্ণনায় রয়েছে, কুবের মাঝি যখন ইলিশ মাছের নৌকা নিয়ে তীরের দিকে আসতে থাকেন তখন ভোরের সূর্যালোক মাছের আমিষের উপর পড়ে চিকচিক করে উঠে। এই ছবিটির নির্মাণ কাজ শেষ করার পর এফডিসিতে একটি শো করা হয়। এরপর এই চিকচিক করার বিষয়টি নিয়ে লেখার পর গৌতম ঘোষ আমার ওপর প্রচণ্ড ক্ষেপে যান। সেটা বুঝতে পারলাম কলকাতা গিয়ে।

তিনি সপরিবারে স্বদ্বীপ রায়ের ‘টার্গেট’ ছবির সেটে আসেন ইন্দ্রপুরী ষ্টুডিওতে চম্পার সঙ্গে দেখা করতে। পদ্মানদীর মাঝি ছবিতে চম্পা মালা চরিত্রে অভিনয় করেছিলেন। ইন্দ্রপুরীতে তখন আমিও উপস্থিত ছিলাম। আমি তাকে ‘হ্যালো’ বললাম। তিনি আমার দিকে তাকালেনও না। সেটে তিনি আধা ঘণ্টা ছিলেন। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু বলা গেল না। তার সঙ্গে আমার কথা হয়েছে আরো পরে। ততো দিনে তার উপলব্ধি হয়েছে যে, আমার কথাই সঠিক ছিল।

পদ্মানদীর মাঝি বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়ার পর তার সঙ্গে আমার দেখা হয়েছিল ঢাকা বিমানবন্দরে। তিনি কলকাতার বিমানের জন্য অপেক্ষা করছিলেন। আমি তার কাছে জানতে চাইলাম, দর্শক প্রতিক্রিয়া কেমন পেলেন দাদা। জবাবে তিনি বলেন, ‘তোমাদের দেশে আমাকে আরেকটি ছবি বানাতে হবে।’ বানিয়েছিলেন ‘মনের মানুষ।’ সেই সময় তার সঙ্গে আমার অনেক বার দেখা হয়েছে। অনেক কথা হয়েছে। কিন্তু সে সব আর লেখা হয়নি। প্রশ্ন হচ্ছে, পদ্মাদনীর মাঝি উপন্যাসটি ইংরেজী অনুবাদ করে চিত্রায়িত করার জন্য ইউরোপীয় নির্মাতা আঁন্দ্রে ওয়াজদার কাছে পাঠানো হয়েছিল। জবাবে তিনি জানান, ‘প্রথমত আমি ইলিশ মাছের ইথোজ বুঝি না। দ্বিতীয়ত যে দেশে সত্যজিৎ রায় রয়েছে, সে দেশে গিয়ে ইলিশ নিয়ে ছবি বানাবার মতো দুঃসাহস আমার নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়