শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জের বিপক্ষে আলাউদ্দিনের হ্যাটট্রিকের পর মিজানের ব্যাটে ব্রাদার্সের ৮ উইকেটের সহজ জয়

মাহিন সরকার: [২] আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক ১১১ রানেই শেষ হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস। অল্প পুঁজিতে ব্রাদার্স ইউনিয়নকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। অধিনায়ক মিজানুর রহমানের হাফ সেঞ্চুরিতে রাঙানো ইনিংসে ভর করে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ব্রাদার্স ।

[৩] বৃহস্পতিবার ৩ জুন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ -এ নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে রূপগঞ্জ। পুরো ম্যাচে বলে-ব্যাটে দুর্দান্ত পারফর্ম করে ১৫.৩ ওভারে ২ উইকেটে ১১২ রানের লক্ষ্য পূরণ করে ব্রাদার্স।

[৪] লক্ষ্য ছোট থাকায় রান তাড়ার কোনও তাড়া ছিল না। ছিল না কোন চাপও। ওপেনিংয়ে খেলতে নেমে মিজানুর-জুনায়েদ সিদ্দিকী দারুণ সূচনা এনে দেন। ১৯ বলে ২১ করে জুনায়েদ আউট হলে ভাঙে ৫৩ রানের ওপেনিং জুটি।

[৫] বোলিংয়ে আলাউদ্দিনের হ্যাটট্রিকের পর ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক মিজানুর। তার ব্যাট থেকে আসে ৫২ বলে ৭৪ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছয়ে। জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে তিনি আউট হন। জাহিদুজ্জামান ১১ ও মায়শুকুর রহমান ৬ রানে অপরাজিত ছিলেন।

[৬] এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে (স্বীকৃত) পঞ্চম বাংলাদেশি হিসেবে আলাউদ্দিন হ্যাটট্রিকটি করেন। ৩ ওভার ১ বলে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন এই বোলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়