মাহিন সরকার: [২] আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক ১১১ রানেই শেষ হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস। অল্প পুঁজিতে ব্রাদার্স ইউনিয়নকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। অধিনায়ক মিজানুর রহমানের হাফ সেঞ্চুরিতে রাঙানো ইনিংসে ভর করে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ব্রাদার্স ।
[৩] বৃহস্পতিবার ৩ জুন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ -এ নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে রূপগঞ্জ। পুরো ম্যাচে বলে-ব্যাটে দুর্দান্ত পারফর্ম করে ১৫.৩ ওভারে ২ উইকেটে ১১২ রানের লক্ষ্য পূরণ করে ব্রাদার্স।
[৪] লক্ষ্য ছোট থাকায় রান তাড়ার কোনও তাড়া ছিল না। ছিল না কোন চাপও। ওপেনিংয়ে খেলতে নেমে মিজানুর-জুনায়েদ সিদ্দিকী দারুণ সূচনা এনে দেন। ১৯ বলে ২১ করে জুনায়েদ আউট হলে ভাঙে ৫৩ রানের ওপেনিং জুটি।
[৫] বোলিংয়ে আলাউদ্দিনের হ্যাটট্রিকের পর ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক মিজানুর। তার ব্যাট থেকে আসে ৫২ বলে ৭৪ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছয়ে। জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে তিনি আউট হন। জাহিদুজ্জামান ১১ ও মায়শুকুর রহমান ৬ রানে অপরাজিত ছিলেন।
[৬] এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে (স্বীকৃত) পঞ্চম বাংলাদেশি হিসেবে আলাউদ্দিন হ্যাটট্রিকটি করেন। ৩ ওভার ১ বলে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন এই বোলার।