আতিকুর রহমান: [২] সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গাজীপুরে কয়েকটি কোচিং সেন্টার এবং একটি রেস্টুরেন্টকে ১ লাখ ৬৩ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে।
[৩] বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করে।
[৪] গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাচ্ছুম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
[৫] গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা শহরের জোড়পুকুর এলাকায় অবস্থিত কয়েকটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোচিং সেন্টার খোলা রেখে ছাত্র-ছাত্রীদেরকে কোচিং করানো হচ্ছিল। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় উদয়ন একাডেমিক হোম এর মালিক আবুল হাসান বাবুকে ৩০ হাজার টাকা, দুলাল চন্দ্র সরকারকে ৩০ হাজার টাকা এবং সমাপনী কোচিং এর মালিক সোহেল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একজন অভিভাবক নার্গিসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। মাস্ক না পড়ায় একই এলাকার শাপলা গিফট কর্ণার এর ম্যানেজার হাসান আহমেদকে ১০০০ টাকা এবং রফিকুল সেখ নামে একজন ড্রাইভারকে দু’শ টাকা জরিমান করা হয়।
[৬] একই সময় উক্ত এলাকার রাস্টিক লাউঞ্জ নামক রেস্টুরেন্টের ম্যানেজার আবিদকে রেস্টুরেন্ট পরিচালনার সরকারি নিয়ম না মানায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় মাক্স পড়ার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়। অভিযান পরিচালনার সময় আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি