শিরোনাম
◈ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার ◈ হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন ◈ অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’, দুই দিনে গ্রেপ্তার ১,০৪৩ ◈ বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে ৪০ নেতাকর্মী আহত ◈ নির্বাচন ঘিরে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও এমপি প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা প্রকাশ ◈ মনোনয়নপত্র সংগ্রহ করেই গ্রেপ্তার হলেন সাবেক যুবলীগ নেতা ◈ যুব এ‌শিয়া কা‌পে নেপাল‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো বাংলা‌দেশ ◈ কীভাবে ষড়যন্ত্র করলাম সেই প্রশ্ন থাকল আমার: সাংবাদিক আনিস আলমগীর কাঠগড়ায় কেঁদে ফেলেন ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দরে ঢুকল ভারতীয় পেঁয়াজ ◈ বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১১:১৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে জাতীর পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌নেচ্ছা মু‌জিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) সমাপণী পুরুস্কার বিতরণ

মোঃ ইউসুফ মিয়া :  রাজবাড়ী সদর উপ‌জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে জেলা সদর সমাপ‌নী খেলায় দাদশী ইউ‌নিয় ও বরাট ইউ‌নিয় প‌রিষ‌দের দুই‌টি দল সমাপনী ফুটবল খেলায় দুই‌টি দল খোয় অংশগ্রহন ক‌রে।এই দুই‌টি দ‌লের ম‌ধ্যে ফায়নাল খেলায় বিজয় লাভ ক‌রেন রাজবাড়ী সদর উপ‌জেলার ২নং দাদশী ইউ‌নিয় প‌রিষদের অনুর্ধ্ব-১৭ ফুটবল ০৩ -০২গো‌লে রাজবাড়ী সদর উপ‌জেলার বরাট ইউ‌নিয় প‌রিষ‌দের অনুর্ধ্ব ১৭ ফুটবল দল‌টি‌কে পরা‌জিত ক‌রে।

দাদশী ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম্যান হা‌ফেজ মাঃ লোকমান হো‌সে‌নসহ খে‌লোয়ার‌দের‌ হা‌তে ট্র‌ফি সম্মামনা ক্রেস অ‌থি‌তিবৃন্দ খে‌লোয়ার‌দের‌কে বিজয়ী পুরুস্কার বিতরণ তু‌লে দেন। জাতীর‌পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান জাতীয়‌গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) ও বঙ্গমাতা শেখ ফ‌জিলাতুন‌নেচ্ছা মু‌জিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্ট বা‌লিকা (অনুর্ধ্ব-১৭)‌জেলার আন্ত ইউ‌নিয়ন পর্যা‌য়ে ২জুন বুধবার বিকা‌লে কাজী হেদা‌য়েত হো‌সেন স্টে‌ডিয়াম মা‌ঠে ফায়নাল খেলা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

খেলায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন সদর উপ‌জেলা প‌রিষদ চেয়াম্যার এডঃ ইমদাদুল হক বিশ্বাস,উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফা‌হমী মোঃ সা‌য়েফের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন জেলা আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি হেদা‌য়েদ আলী সোহরাব,সদর উপ‌জেলা প‌রিষদ ভাইস‌ চেয়ারম্যান মোঃ র‌কিবুল হাসান পিয়াল, জেলা ফুটবল ফেডা‌রেশ সভাপ‌তি মঞ্জুরুল আলম দুলাল,‌জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শ‌ফিকুল ইসলাম স‌ফি,উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াতদ আলী টগর, বরাট ইউ‌নিয় প‌রিষদ চেয়ারম্যান আব্দস সালামসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়