শিরোনাম
◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত ◈ অস্ত্রের লাইসেন্স সহ গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন ◈ নারী সঙ্গী তন্বীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ আপনিই দেশের মালিক, ভোটেই ঠিক হবে আগামী পাঁচ বছর: প্রধান উপদেষ্টা ◈ খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা ◈ গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে এবার বিএনপি ও জামায়াত প্রতিদ্বন্দ্বী!  ◈ মর‌ক্কোর জয় দিয়ে আফ্রিকা কাপ শুরু, গভীর রাতে মাঠে নামবে সালাহর মিশর

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে অভ্যুত্থানের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা আরও কমে গেছে: লেটেসিয়া ভ্যান ডেন

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার আন্তর্জাতিক ওয়েবিনারে যুক্ত হয়ে নেদারল্যান্ডসের কূটনীতিক বিশেষজ্ঞ, কফি আনান কমিশনের সাবেক সদস্য লেটেসিয়া ভ্যান ডেন আসাম বলেছেন, মিয়ানমারের সামরিক সামরিক বাহিনীই রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছিল, এখন তারাই ক্ষমতায়।

[৩] রোহিঙ্গা সংকট সমাধানের দায় বাংলাদেশের একার নয় উল্লেখ করে বলেন, এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন এবং রোহিঙ্গাদের আনুষ্ঠানিক শিক্ষা প্রদান করা দরকার।

[৪] নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি পরামর্শক ভিনসেন্ট ডি গ্রাফ গাম্বিয়া, রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের পক্ষে তাদের সমর্থন জোরদার করার জন্য ডাচ পার্লামেন্ট সদস্য এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন এবং তিনি নিশ্চিত করেন যে, এ ক্ষেত্রে মিয়ানমারের জবাবদিহিতা প্রক্রিয়াটি সমর্থনে তাঁর সরকার আইসিজে এবং অন্যান্য বহুপক্ষীয় ফোরামে দৃঢ়ভাবে সচেষ্ট থাকবে।

[৫] টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো অধ্যাপক পায়াম আকাভান বলেন, আমাদের অবশ্যই রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতার জন্য চলমান তদন্তে ধারাবাহিক মনোযোগ নিশ্চিত করতে হবে। আইসিসি ও আইসিজে উভয়ই জবাবদিহিতা প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে, যা আসলে নজিরবিহীন।

[৬] নেদারল্যান্ডসের উট্রেক বিশ্ববিদ্যালয়ের অধীন সেন্টার ফর গ্লোবাল চ্যালেঞ্জস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধীন সেন্টার ফর পিস স্টাডিজ এর যৌথ উদ্যোগে ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনার সঞ্চালনা করেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়