শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ৫০ হাজার মানুষ ফাইজারের টিকা পাবে, টিকা দেওয়ার তারিখ এখনো নির্ধারিত হয়নি: সেব্রিনা ফ্লোরা

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্যঅধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ সন্ধ্যায় জানিয়েছেন, ফাইজারের টিকা দেশের ৫০ হাজার মানুষকে দেয়া হবে। তবে এই টিকার কার্যক্রম কবে থেকে শুরু হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভি’র বিশ্বব্যাপী ভ্যাকসিন বিতরণের উদ্যোগ হচ্ছে কোভ্যাক্স।এর আওতায় এই ব্র্যান্ডের এক লাখ ৬০০ ডোজ ভ্যাকসিন এসেছে বাংলাদেশে। মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে অবস্থিত সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি শাখার আলট্রা লো ফ্রিজারে সংরক্ষণ করা হবে এই টিকা।

[৩] তিনি বলেন, ৩১ মে রাত ১১টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এই ভ্যাকসিন। গত কয়েকদিনে এই ভ্যাকসিনের বাংলাদেশে আসার সময় নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে। প্রথমে জানানো হয়েছিল, এটি ৩০ মে আসবে, এরপর একবার জানানো হয় এটি দেশে আসবে ৩১ মে, আবার জানানো হয় আরও ১০/১২ দিন লাগবে এই ভ্যাকসিন আসতে। ফাইজারের এই ভ্যাকসিন দেশে পৌঁছানোর তারিখ নিয়ে সৃষ্ট এই জটিলতার মধ্যেই সোমবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে এলো এই ভ্যাকসিন।

[৪] শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ইকে-৫৮৪ ফ্লাইটে করে কোভ্যাক্সের আওতায় ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ ভ্যাকসিনের চালান দেশে পৌঁছেছে। ভ্যাকসিনের চালান বুঝে নিতে স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

[৫] গত ১৮ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, ২ জুন কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার কোভিড ভ্যাকসিন বাংলাদেশে পাঠাবে গ্যাভি। তবে নির্ধারিত সময়ের আগেই ফাইজারের ভ্যাকসিন দেশে পৌছেছে। ফাইজারের এই ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ চলে এসেছে দেশে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়