শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিবন্ধিত কম্পিউটার শিক্ষকদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

শরীফ শাওন: [২] বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বা কম্পিউটার বিষয়ে নিবন্ধিত বৈধ প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান না করার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বা কম্পিওটার বিষয়ে ২০১৫ সালের আগের নিবন্ধনকারিদের বৈধ প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়।

[৩] মঙ্গলবার ভার্চুয়াল হাইকোর্টে ৩২ জন কম্পিউটার শিক্ষকদের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিবাদীদের প্রতি এর রুল জারি করা হয়।

[৪] রিটকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ২০১৫ সালের ১৪ জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১০’ সংশোধন করা হয় এবং পূর্বের স্বীকৃত সহকারী শিক্ষক (কম্পিউটার) এর শিক্ষাগত যোগ্যতা ‘বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ’ এর সংশোধন করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রির বিধান করা হয়।’ তিনি বলেন, ‘কিন্তু ইতোমধ্যে রিট আবেদনকারীরা পূর্বের নীতিমালা অনুসারে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বা কম্পিউটার বিষয়ে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধন গ্রহণ করলেও তাদেরকে তৃতীয় গণবিজ্ঞপ্তি তথা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণের সুযোগ প্রদান করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়