শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিবন্ধিত কম্পিউটার শিক্ষকদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

শরীফ শাওন: [২] বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বা কম্পিউটার বিষয়ে নিবন্ধিত বৈধ প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান না করার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বা কম্পিওটার বিষয়ে ২০১৫ সালের আগের নিবন্ধনকারিদের বৈধ প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়।

[৩] মঙ্গলবার ভার্চুয়াল হাইকোর্টে ৩২ জন কম্পিউটার শিক্ষকদের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিবাদীদের প্রতি এর রুল জারি করা হয়।

[৪] রিটকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ২০১৫ সালের ১৪ জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১০’ সংশোধন করা হয় এবং পূর্বের স্বীকৃত সহকারী শিক্ষক (কম্পিউটার) এর শিক্ষাগত যোগ্যতা ‘বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ’ এর সংশোধন করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রির বিধান করা হয়।’ তিনি বলেন, ‘কিন্তু ইতোমধ্যে রিট আবেদনকারীরা পূর্বের নীতিমালা অনুসারে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বা কম্পিউটার বিষয়ে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধন গ্রহণ করলেও তাদেরকে তৃতীয় গণবিজ্ঞপ্তি তথা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণের সুযোগ প্রদান করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়