শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিকাংশ মার্কিনী ভুয়া সংবাদ ধরতে পারেন না, বলছে সমীক্ষা

রাশিদুল ইসলাম : [২] চারজনের মধ্যে তিনজন মার্কিন নাগরিক দাবি করেন তারা ভুয়া সংবাদ ধরার ব্যাপারে বেশ পারদর্শী। গবেষণা বলছে আসলে তা নয়। বরং তারা ভুয়া সংবাদ বিশ্বাস করে তা শেয়ার করেন। সিএনএন

[৩] ন্যাশনাল এ্যাকাডেমি অব সাইন্সে প্রকাশিত এক জরিপে ৮ হাজার ২শ মার্কিনীর কাছে প্রশ্ন করে দেখা গেছে রিপাবলিকানরা বরং সহজে ভুয়া সংবাদ বিশ্বাস করে ফেলে ডেমোক্রেটদের চেয়ে বেশি। জরিপে নেতৃত্ব দেন উথা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের অধ্যাপক বেন লিয়ন্স এবং তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো তথ্যকে সংবাদ বলে মনে করে। তথ্য বা সংবাদ যাচাই বাছাই করার ক্ষেত্রে দক্ষতার হারও তারা জরিপে তুলে ধরেন।

[৪] দেখা গেছে অতিরিক্ত আত্মবিশ্বাস রয়েছে এমন ব্যক্তিরা অবিশ্বস্ত ওয়েবসাইটগুলি পরিদর্শন করেন বেশিষ। এবং তারা ইভেন্টগুলি সম্পর্কে সত্য এবং মিথ্যা দাবির মধ্যে সাফল্যের সাথে পার্থক্য করতে ব্যর্থ হন। রাজনীতি বিষয়ক ভুয়া সংবাদে তারা বেশি আকৃষ্ট হন।

[৫] অবশ্য ৯০ শতাংশ উত্তর দাতা বলেন ভুয়া সংবাদ ধরার ক্ষেত্রে তাদের পারদর্শীতা অপরিসীম। এক্ষেত্রে ডেমোক্রেটদের চেয়ে রিপাবলিকানরা নিজেদের ওপর বেশি আস্থাবান।

[৬] যদিও মার্কিনীরা বিশ্বাস করে ভুয়া খবরের কারণে বিভ্রান্তি বিস্তৃতভাবে ছড়ায় কিন্তু ভুলভাবে সংবাদ শনাক্ত করার জন্য এক্ষেত্রে নিজেকে অত্যন্ত দক্ষ হিসাবে দেখেন বলে তারা মনের অজান্তেই এটিকে গ্রহণ, বিশ্বাস এবং ভাগ করে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়