শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৬:২৮ সকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির মত এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী দেখেননি মমতা

[১] রাশিদুল ইসলাম : [২] ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আমি দেখিনি! কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লীতে বদলির নির্দেশ প্রসঙ্গে তিনি সোমবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

[৩] তিনি বলেন, ‘এটা কেন্দ্রীয় সরকার প্রতিশোধমূলক আচরণ। বিজেপি রাজ্যে হেরেছে। এ জন্য ওরা এ সব করছেন। ওরা ভোট পরবর্তী সহিংসতার কথা বলে চিৎকার করছেন। ওরা জাতীয় মানবাধিকার কমিশনে গেছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে। কিন্তু আমরা তো কোনও ভোট পরবর্তী হিংসা দেখতে পাইনি। আমরা জনসেবার জন্য, ‘ইয়াস’ এবং করোনা পরিস্থিতিতে আলাপনের মেয়াদ বৃদ্ধি করেছিলাম। তাতে কেন্দ্র সিলমোহরও দিয়েছিল।

[৪] মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের বর্তমান কাজকর্মের বিরদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বিরোধী দলগুলোর মুখ্যমন্ত্রীদেরও একজোট হওয়া উচিত। বিজেপি সরকার, কোভিড, অর্থনীতি ইত্যাদি সামলাতে ব্যর্থ হয়েছে। বিজেপি স্বৈরাচারীর মতো আচরণ করছে।

[৫] রাজ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পরবর্তী অবস্থা নিয়ে গত শুক্রবার কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকা নিয়ে বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা ও প্রচারণা চালানো হয়। একইসঙ্গে ওই ঘটনার পরপরই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে দিল্লীতে বদলি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার।

[৬] পশ্চিমবাংলার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরেক সাংবাদিক সম্মেলনে বলেন, দিল্লির বদলির নির্দেশ কী আইনসঙ্গত? মুখ্যমন্ত্রী তার চিঠিতে স্পষ্ট বলেছেন, এই নির্দেশ বিধিসম্মত নয়। কোভিড পরিস্থিতিতে এমন পদক্ষেপ গ্রহণ করা ঠিক নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়