শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিণা বাজারে ভয়াবহ আগুন, ৫ কোটি টাকার অধিক ক্ষতি

রাঙামাটি প্রতিনিধি: [২] রোববার মধ্যরাতে রাঙামাটি-ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৩] বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে , ভয়াবহ এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৬০ টির অধিক দোকান ও বসতঘর।। গত মধ্যরাতে অগ্নিকান্ডে প্রায় ৩০ টি দোকান ও ৩০টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। বরকলে কোন ফায়ার সার্ভিসের ষ্টেশন না থাকায় প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

[৪] স্থানীয় সূত্র জানায়, গত রাত হঠাৎ একটি দোকানের সামনের অংশে থেকে আগুনের ফুলকী দেখা দেয়। আগুন লাগার সাথে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। স্থানীয় লোকজনের পাশাপাশি ছোট হরিণা বিজিবি সদস্যরা এসে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

[৫] এদিকে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, ভুষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

[৬] উল্লেখ্য রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবচার জানান,আমি অনেকদিন ধরে জেলা আইন শৃখংলায় সভাসহ বিভিন্ন স্থানে দাবী জানিয়ে আসছি যে , সাতটি উপজেলায় রিভার ফায়ার ষ্টেশন স্থাপন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয় দ্রুত হস্তক্ষেপ কামনা করছি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়