শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিণা বাজারে ভয়াবহ আগুন, ৫ কোটি টাকার অধিক ক্ষতি

রাঙামাটি প্রতিনিধি: [২] রোববার মধ্যরাতে রাঙামাটি-ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৩] বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে , ভয়াবহ এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৬০ টির অধিক দোকান ও বসতঘর।। গত মধ্যরাতে অগ্নিকান্ডে প্রায় ৩০ টি দোকান ও ৩০টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। বরকলে কোন ফায়ার সার্ভিসের ষ্টেশন না থাকায় প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

[৪] স্থানীয় সূত্র জানায়, গত রাত হঠাৎ একটি দোকানের সামনের অংশে থেকে আগুনের ফুলকী দেখা দেয়। আগুন লাগার সাথে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। স্থানীয় লোকজনের পাশাপাশি ছোট হরিণা বিজিবি সদস্যরা এসে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

[৫] এদিকে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, ভুষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

[৬] উল্লেখ্য রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবচার জানান,আমি অনেকদিন ধরে জেলা আইন শৃখংলায় সভাসহ বিভিন্ন স্থানে দাবী জানিয়ে আসছি যে , সাতটি উপজেলায় রিভার ফায়ার ষ্টেশন স্থাপন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয় দ্রুত হস্তক্ষেপ কামনা করছি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়