শিরোনাম
◈ রোনালদোর গো‌লেও জয় পে‌লো না, হে‌রেই গে‌লো আল নাসর ◈ বিএন‌পি ও জামায়া‌তের চা‌পে আ‌ছি, নির্বাচ‌নে আমরা কোন দল‌কে ভোট দি‌বো? ◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউ উপচার্যকে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক গ্রন্থ উপহার দিলেন শিক্ষামন্ত্রী

শাহীন খন্দকার: [২] শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসভবনে “ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক গ্রন্থ” বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর হাতে তুলে দেন। এসময় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসক ডা. সমরেশ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।

[৩] সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক গ্রন্থে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘একজন অমায়িক মানুষ ছিলেন ওয়াদুদ সাহেব। ছোটবেলা থেকেই তাঁকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে চিনতাম।... জাতির পিতার সঙ্গে ভাষা-আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন।... দেশের জন্য তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁকে ওয়াদুদ চাচা বলে ডাকতাম।’

[৪] উল্লেখ্য, ভাষাবীর এম এ ওয়াদুদ হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি’র পিতা। অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় বিশ্বাসী এম এ ওয়াদুদ কর্মজীবনে দৈনিক ইত্তেফাক পত্রিকার কর্মাধ্যক্ষ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি পূর্ব পাকিন্তান মুসলিম ছাত্রলীগ (১৯৪৮) ও কেন্দ্রীয় কচিকাঁচার মেলার (১৯৫৬) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

[৫] তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে সমগ্র জীবন বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী ও নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করেছেন। এম এ ওয়াদুদ ১৯৫৩-৫৪ সালে প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দুইবার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একবার প্রাদেশিক ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বও তিনি নিষ্ঠা ও সাফল্যের সাথে পালন করেন। [৬] ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ১৯৪৮ সালে একবার এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত দ্বিতীয়বার কারাবরণ করেন। ভাষাবীর এম এ ওয়াদুদ ১৯২৫ সালের ১লা আগস্ট জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালের ২৮ আগস্ট মুত্যুবরণ করেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়