নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী কাঁচাবাজারের পাশে মসজিদ গলি থেকে হাত-পা-মাথা বিচ্ছিন্ন বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। রবিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। ইত্তেফাক
বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, কাঁচাবাজারের পাশে মসজিদ গলিতে একটি বস্তা পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে বস্তাটি খুলে দুই হাত, পা ও মাথা বিচ্ছিন্ন দেহটি উদ্ধার করি। উদ্ধারকৃত মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। লাশটি পুরুষ লোকের এবং আনুমানিক বয়স ৩৫ হবে। এছাড়া সিসিটিভি বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করার কাজ চলছে বলে জানান তিনি।