মো. ইউসুফ: [২] মিয়া রামুজিবশতবর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে জেলার সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
[৩] উক্ত সাংবাদিক সন্মেলনে রাজবাড়ী জেলার মাঠ পর্যায়ের ব্যাপক প্রচারণার অংশ হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য কল সেন্টার ‘333’ চালু করা হয়েছে।
[৪] জেলার জনকল্যাণমূলক এ উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়ন এবং এর সুফল নাগরিকদের নিকট পৌঁছে দিতে রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক এই সাংবাদিক সমন্মেল আয়োজন করা হয়েছে।জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আন্যানের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা ফকীর আব্দুল জব্বার,জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি হেদায়েদ আলী সোহরাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মাহাবুর রহমানসহ প্রমূখ বক্তব্য রাখেন।
[৫] এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
[৬] অপরদিকে আলোচনা শেষ করে একই স্থানে অফিসার ক্লাবের মাঠে রাজবাড়ীর সদর উপজেলার মুজিবশত বর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আন্যানের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা ফকীর আব্দুল জব্বার,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েদ আলী সোহরাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মাহাবুর রহমানসহ উপস্থিতিতে করোনা ভাইরাসের মহামারীতে স্থ্যবিধি অনুসরণ করে জেলার দরিদ্র ও দুস্থদের মাঝে রিক্সা, ভ্যান এবং সেলাই মেশিন বিতরণ করেন।
[৭] রাজবাড়ীতে এ পর্যন্ত হতদরিদ্র আসহায় দিনমুজুরদের মাঝে ১৫টি ভ্যান,১১টি রিক্সা,সরকারী সেলাই প্রশিক্ষন প্রাপ্ত হতদরিদ্র ১০জন গৃহকর্মীদের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।