শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী আমাদের রক্ষা করুন: চট্টগ্রামে সম্পত্তি রক্ষায় ৮০ বছরের বৃদ্ধা ও এতিম তিনকন্যার প্রতিবাদ কর্মসূচী

এম.ইউছুপ রেজা: [২] বোয়ালখালীতে এক বিধবা স্ত্রী ও তিনকন্যা সন্তানের জায়গা-জমি অভিনব কায়দায় দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রি মহল। উপজেলার পৌরসভাধীন গোমদন্ডী ফুলতল এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] প্রথম পর্যায়ে প্রতিবাদ স্বরুপ তিনকন্যা সন্তানকে নিয়ে জমির পাশে প্রয়াতের ৮০বছরের বৃদ্ধা স্ত্রী গতকাল বিকেলে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

[৪] জানা যায়, বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকার স্থানীয় মরহুম আবুল কাসেম ও আবুল কালাম প্রকাশ কালু বিগত ১৯৮৪সালে বোয়ালখালী সাব রেজিস্ট্রেরী অফিসের ২৫২৬নং কবলা মুলে গোমদন্ডী ফুলতল এলাকার মরহুম আমির হামজার পুত্র আবুল কাশেম এর কাছথেকে ৪শতক বা ২গন্ডা নাল জমি ক্রয় করেন। ক্রয় করার পর থেকে উক্ত জায়গায় আবুল কাসেম দোকানগৃহ নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করেন। আবুল কাসেম এর মৃত্যুর বিগত প্রায় ১২ বছর ধরে উক্ত স্থানে দোকান গৃহ ভাড়ায় লাগিয়াত করে প্রয়াত আবুল কাসেম এর স্ত্রী ও তিন কন্যা সন্তান সুখে শান্তিতে দু’বেলা, দু’মুঠো খেয়ে পড়ে কোনো রকম দিনাতিপাত করে আসছিল। পরবর্তীতে তিনকন্যা সন্তান ও আবুল কাসেম এর স্ত্রী চলতে কষ্ট হলে তিন কন্যা গার্মেন্টস এর চাকরি নেয়। তারপরও বাবার একমাত্র সহায় সম্বল জমিটি বিক্রি করার কথা ভাবেনি।

[৫] উক্ত জায়গার মধ্যে কিছু জায়গা খালী থাকলে স্থানীয় সিএনজি চালক নেজাম ও তার সহযোগিরা সিএনজি রাখার জন্য মাসিক ভাড়ায় ভাড়া নেয়। সিএনজি রাখার জন্য মৌখিক মাসিক ৩হাজার টাকা ভাড়া নেওয়ার পর থেকে কয়েকমাস নিয়মিত ভাড়া দিলেও পরবর্তীতে আর ভাড়ার টাকা দেয়নি। ভাড়ার টাকার জন্য গেলে তিনজন মেয়ে বলে তিনবোনকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতো নেজাম ও তার সহযোগিরা। কোনোভাবেই ভাড়ার টাকা তারা দিতো না আর এভাবেই কেটে যায় তিনবছর সাত মাস।

[৬] গত ২৪ মে (সোমবার) সকালে আবুল কাসেম এর তিনকন্যা তাদের জায়গার উপর নির্মিত পূর্বের দোকানঘরটি মেরামত করতে গেলে নেজাম ও তার সহযোগিরা কাজে বাধা দেয়। এসময় সিএনজি রাখা বাবদ ভাড়ার বকেয়া টাকা চাইলে নেজাম ও তার সহযোগিরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে আবুল কাশেম এর স্ত্রী ও তিনকন্যাকে মারধর করতে এগিয়ে আসে এবং তাদের শারিরীক ভাবে লাঞ্চিত করে দোকানের ঘেরাবেড়া ফেলে দেওয়ার চেষ্টা চালায়। তিন বছর ৭মাস সিএনজি রাখার মাসিক ভাড়ার টাকা না দিয়ে উল্টো তারা আবুল কাসেম এর স্ত্রী ও তিনকন্যাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়।

[৭] এদিকে নেজাম ও তার সহযোগিরা যে কোনো মুহুর্তে জায়গাটি দখলে নিতে পারে এবং আবুল কাসেম এর স্ত্রী ও তিনকন্যার জানমালের ক্ষয়ক্ষতি করতে পারে বলে থানায় লিখিত গতকাল (শনিবার) রাতে অভিযোগ দেয় আবুল কাসেম এর মেঝমেয়ে মোছাম্মৎ জেবুন্নেছা।

[৮] বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়