শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৪২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শালসা:দরবেশ বাবার কেরামতি!

শালসা: পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম,  কতো দিন লাগবে? বললেন, সাধারণত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো, ‘হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কী লাগবে আমাকে বল।’ বললাম, বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু তারা বলছে, ১ মাসও লাগতে পারে।

হক মাওলা, দেখি তোর কাগজপত্রগুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজগুলো নিয়ে ফচাৎ করে ছিঁড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন, এটা পূরণ কর। বললাম, বাবা আমি তো অরিজিন্যাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাটি ফার্স্টক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার  গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়? বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছেরে এই জগতে। তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন, হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা।

ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি। বলেন কী বাবা, মাত্র ৪ দিন, এ কী করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত অলি! পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোনোভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কীভাবে দেবেন? এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলাখেলা। তাড়াতাড়ি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি। ৬ হাজার ৫০০ টাকা সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪ হাজার ৫০০ টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত।

বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না, ভেরিফিকেশন করতে? বাবা বললেন, তুই তো ভেরি বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরিফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলারে। হক মাওলা। ঠিক চার ওয়ার্কিং ডে’র পর... বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। ১৫ মে, অথচ ডেলিভারী স্লিপে লেখা ডেলিভারী ডেট ১৯ মে ২০২১। সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া। আমি বাবার চরণ দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা। আপনার পদধুলি দেন। হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস, ভূমি অফিস-সহ সরকারি সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপরওয়ালার সঙ্গে তাদের ডাইরেক্ট কানেকশন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়