শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহযোগিতা দেবে ইরান

রাশিদুল ইসলাম : [২] ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাকেরি শনিবার আসাদকে পাঠানো এক বার্তায় বলেন, সিরিয়ার পুনর্গঠন এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্যান্য খাতে দুর্দশা কাটিয়ে উঠতেও দামেস্কের পাশে থাকবে তেহরান। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ‘কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ’ সহযোগিতা অব্যাহত থাকবে। স্পুটনিক

[৩] ২০১১ সালে সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হবার পর অধিকাংশ এলাকা প্রেসিডেন্ট বাশারের দখলে থাকলেও দেশটির উত্তরাঞ্চলে এখনো বিদ্রোহীদের উপস্থিতি রয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে এসব বিদ্রোহীদের নির্মূলে ইরান সহযোগিতা দেবে।

[৪] তবে সিরিয়ায় সরকার বিরোধী বিদ্রোহীদের কয়েকটি পশ্চিমা দেশ ও তাদের আরব মিত্র দেশগুলো অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছে আইএস জঙ্গি গোষ্ঠী। তারা সিরিয়ার উত্তর প্রদেশ ইদলিব এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এদের বিরুদ্ধে বাশার সরকারকে রাশিয়া সহায়তা দিয়ে যাচ্ছে।

[৫] সিরিয়া সরকার দেশটিতে আইএস জঙ্গি ও বিদ্রোহীদের ইসরায়েল সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করে আসছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ায় অব্যাহতভাবে কুয়েনেইত্রা, লাটকিয়া ও হামায় বোমা বর্ষণ করে যাচ্ছে।

[৬] ইসরায়েলের সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি বলেছেন তারা সিরিয়ায় ইরানের সামরিক অবস্থানের ওপর গত বছর অন্তত ৫’শ হামলা চালিয়েছে। তবে ইরান বলছে সিরিয়ায় তাদের কোনো সেনা নেই বরং সিরিয়া সরকারের অনুরোধে তারা সহযোগিতা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়