সুজন কৈরী : রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- আপন সরকার (৩০), জাহাঙ্গীর আলম রাজু (৪১), ইকবাল হোসেন (৪০), নাদিম (৩২), অভি (২৭) ও আকিব (৩০)।
শুক্রবার দিবাগত রাতে শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সীবাড়ী নতুন রাস্তা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি শুটার গান, ৩ রাউন্ড গুলি, ৪টি সুইস গিয়ার চাকু, ২টি ছোরা, ১টি মোটর সাইকেল, ৮টি মোবাইল ফোনসেট ও নগদ ৪৮৫টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।