শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা প্রিমিয়ার লিগ দেখা যাবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: [২] ৩১ মে থেকে মাঠে জড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। ১২ ক্লাবের অংশগ্রহণে এ লড়াই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা ও বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন ছয়টি করে ম্যাচ হবে। শুধুমাত্র মিরপুরের ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করছে বিসিবি। এমনটি জানালেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

[৩ ] শুক্রবার তিনি মিরপুরে বলেন, আমি শুনেছি লাইভ স্ট্রিমিং হবে। টিভিতে সম্প্রচার এবারও সম্ভব হচ্ছে না। এতো কম সময়ে। এজন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সবচেয়ে জৌলুসপূর্ণ ক্রিকেট আসর মাঠে গড়ানোয় খুশি জালাল ইউনুস, প্রিমিয়ার লিগ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লিগ। গত বছর হয়নি। এতজন খেলোয়াড় এটার সাথে জড়িত। অনেকের জন্য এটা রুটি-রুজি। দুইটা লিগ যদি পরপর না হয় এটা তো গুরুতর ব্যাপার।আশা করছি আমরা নিরাপদ পরিবেশে খেলা চালিয়ে নিতে পারব।

[৪] ক্রিকেট বোর্ড নিজেদের খরচে খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের হোটেলে রেখে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে। ঢাকার চারটি হোটেলে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। মাঠে আসা-যাওয়া করতেও রয়েছে বিশেষ নির্দেশনা। নিয়মিত কোভিড পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের। জৈব সুরক্ষা বলয় যেন পুরোপুরি মেনে চলেন ক্রিকেটাররা সেজন্য বিসিবির নিজস্ব ম্যানেজার থাকবে। বিসিবির বিশ্বাস, সফলভাবে ঢাকা লিগ আয়োজন করলে এ বছর বিপিএল আয়োজনের সম্ভাবনাও তৈরি করবে।

[৫]পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড সিরিজ আয়োজন করে নিজেদের অভিজ্ঞতা আরও বাড়াতে চায় বোর্ড, আমরা যদি এই মহামারীর পরিস্থিতিতে বড় দলগুলি নিয়ে সিরিজ ভালোভাবে আয়োজন করতে পারি, অবশ্যই বিপিএল নিয়ে উৎসাহ পাবো। আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বিদেশি খেলোয়াড় আনতে পারতাম। হয়ত ঐ মানের খেলোয়াড় পেতাম না, কিন্তু অনেকেই রাজি ছিল আসতে। শুধু নিজেদের খেলোয়াড়দের খেলাতে চেয়েছিলাম বলে আনিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়