শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা প্রিমিয়ার লিগ দেখা যাবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: [২] ৩১ মে থেকে মাঠে জড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। ১২ ক্লাবের অংশগ্রহণে এ লড়াই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা ও বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন ছয়টি করে ম্যাচ হবে। শুধুমাত্র মিরপুরের ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করছে বিসিবি। এমনটি জানালেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

[৩ ] শুক্রবার তিনি মিরপুরে বলেন, আমি শুনেছি লাইভ স্ট্রিমিং হবে। টিভিতে সম্প্রচার এবারও সম্ভব হচ্ছে না। এতো কম সময়ে। এজন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সবচেয়ে জৌলুসপূর্ণ ক্রিকেট আসর মাঠে গড়ানোয় খুশি জালাল ইউনুস, প্রিমিয়ার লিগ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লিগ। গত বছর হয়নি। এতজন খেলোয়াড় এটার সাথে জড়িত। অনেকের জন্য এটা রুটি-রুজি। দুইটা লিগ যদি পরপর না হয় এটা তো গুরুতর ব্যাপার।আশা করছি আমরা নিরাপদ পরিবেশে খেলা চালিয়ে নিতে পারব।

[৪] ক্রিকেট বোর্ড নিজেদের খরচে খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের হোটেলে রেখে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে। ঢাকার চারটি হোটেলে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। মাঠে আসা-যাওয়া করতেও রয়েছে বিশেষ নির্দেশনা। নিয়মিত কোভিড পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের। জৈব সুরক্ষা বলয় যেন পুরোপুরি মেনে চলেন ক্রিকেটাররা সেজন্য বিসিবির নিজস্ব ম্যানেজার থাকবে। বিসিবির বিশ্বাস, সফলভাবে ঢাকা লিগ আয়োজন করলে এ বছর বিপিএল আয়োজনের সম্ভাবনাও তৈরি করবে।

[৫]পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড সিরিজ আয়োজন করে নিজেদের অভিজ্ঞতা আরও বাড়াতে চায় বোর্ড, আমরা যদি এই মহামারীর পরিস্থিতিতে বড় দলগুলি নিয়ে সিরিজ ভালোভাবে আয়োজন করতে পারি, অবশ্যই বিপিএল নিয়ে উৎসাহ পাবো। আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বিদেশি খেলোয়াড় আনতে পারতাম। হয়ত ঐ মানের খেলোয়াড় পেতাম না, কিন্তু অনেকেই রাজি ছিল আসতে। শুধু নিজেদের খেলোয়াড়দের খেলাতে চেয়েছিলাম বলে আনিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়