শরীফ শাওন: [২] বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্পের মুখপাত্র প্রতিষ্ঠান বিজিএমইএ এর উত্তরাস্থ কার্যালয় থেকে ইউডি জারীসহ পোশাক শিল্পের জরুরি কার্যক্রমগুলো সম্পন্ন হয়।এ কার্যালয়ে দাপ্তরিক প্রয়োজনে প্রতিদিন সহস্রাধিক মানুষ আগমন করেন। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে অধিক সংখ্যক ক্রেতারা বিজিএমইএ দপ্তরে আসতে আগ্রহী হবেন।
[৩] শনিবার বিজিএমইএ অফিসে রাজউক চেয়ারম্যান এর সঙ্গে আলোচনা সভায় তিনি প্রস্তাবনায় উল্লেখ করেন, আগমনকারীগন যেন সহজে বিজিএমইএ কার্যালয়ে আসতে পারেন, সেজন্য সড়ক ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে উত্তরা ১২ নং সেক্টর থেকে বিজিএমইএ কার্যালয় পর্যন্ত সংযোগ সড়ক মেরামত ও এই সড়কের অংশবিশেষ পুনর্নিমাণ এবং সরকারবাড়ীতে একটি কালভার্ট নির্মাণ প্রয়োজন।
[৪] রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী প্রস্তাবনাগুলোর সাথে একমত পোষন করে বলেন, অতি শীঘ্রই অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সংযোগ সড়কগুলো সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে। পোশাক শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই শিল্পের কার্যক্রমগুলো যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, সেজন্য রাজউক থেকে বিজিএমইএ’কে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।