সাকিবুল আলম:[২] চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও ভূরাজনৈতিক আধিপত্য বিস্তার রোধকল্পে পশ্চিমা বিশ্বকে এক হয়ে কাজ করার আহŸান জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই রাজনীতিক। বিবিসি
[৩] কেভিন রুড আরও বলেন, মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে চীনের মোকাবেলা করতে পশ্চিমা সরকারগুলোকে এগিয়ে যাওয়া উচিত। বিবিসির টকিং বিজনেস এশিয়া প্রোগ্রামে তিনি আরও বলেন, চীনের অন্যায় অবস্থানের সঙ্গে একমত না হলে বিভিন্ন দেশের সরকারকে সম্মিলিত হয়ে প্রতিবাদ করা উচিত।
[৪] তার এই মন্তব্যের কারণে অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে চিড় ধরেছে। সম্প্রতি চীন সরকার প্রস্তাবিত শতাব্দির সবচেয়ে ব্যয়বহুল ও বৃগৎ প্রোজেক্ট, দ্যা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে এসেছে অস্ট্রেলিয়া। বর্তমান করোনা পরিস্থিতির কারণে প্রায় অধিকাংশ পশ্চিমা দেশই চীনকে দায়ী করছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী