শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দরজা কেটে ট্রাক চালককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

সুজন কৈরী : [২] রাজধানীর বিমানবন্দর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার ও একটি ড্রামবাহি ট্রাক। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর সড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ড্রামবাহি ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রাক চালক এবং হেলপার আহত হন। হেলপার আরিফ হোসেন (২৭) ট্রাকটিতে আটকা পড়েন। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে ট্রাকের দরজা কেটে আরিফকে উদ্ধার করেন। পরে তাকে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

[৪] কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, পূর্বাচল ৩০০ ফিট থেকে গাজীপুর যাওয়ার পথে এয়ারপোর্ট রোডে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রামবাহি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৪০৮১) দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে আহত অবস্থায় ট্রাক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

[৫] এদিকে একই সড়কে ওই ঘটনার ঘণ্টাখানেক আগে বেশ কয়েকটি রেসিং কারের একটির সঙ্গে ধাক্কা লেগে অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। তবে চালক অক্ষত ছিলেন।

[৬] দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার চালক জানান, পেছন থেকে কয়েকটি রেসিং কারের মধ্যে একটি তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়