শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধকালীন গণহত্যার তথ্য তুলে ধরায় একটি হিন্দু গ্রুপকে হুমকি দিলো পাকিস্তান

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ)কে এই হুমকি দিয়েছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের ডিজিটাল অ্যঅনালাইসিস উইং। সম্প্রতি সংস্থাটি ৭১ এর গণহত্যা বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ তুলে ধরে। ইয়ন নিউজ

[৩] এই তথ্য উপাত্ত ‘রিমেম্বারিং দ্য লস্ট, সেলিব্রেটিং সারভাইভাল’ শিরোনামে তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোষরদের হাতে নিহত হয়। ৯ মাসের যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। হুমকিতে ইমরান খানের সরকার বলেছে, এসব তথ্য সরানো না হলে, এইচএএফ এর ওয়েবপেজকে পাকিস্তানে ব্লক করা হবে।

[৪] চিঠিতে বলা হয়েছে, ‘এই ওয়েবসাইটটিতে মিথ্যা ও ভুল তথ্য রয়েছে। এভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে অসম্মানিত করা হচ্ছে। এভাবে তৈরি করা হচ্ছে রাষ্ট্রবিরোধী মতাদর্শ। বড় বড় জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির জন্যই এসব করা হচ্ছে। এই তথ্যগুলো পাকিস্তানের স্বাধীকার, মর্যদা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।’

[৫] এইচএএফ এর মানবাধিকার বিষয়ক পরিচালক দিপালি কুলকার্নি বলেন, ‘এটা প্রমাণিত যে, পাকিস্তান হিন্দু, খ্রিস্টান, আহমিদিয়া মুসলিমসহ সকল সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালায়। তারা এখনও এ ধরণের কাজ অব্যাহত রেখেছে।’

[৬] চলতি বছর স্বাধীনতার ৫০ বছরে পা দিয়েছে বাংলাদেশ। এ উপলক্ষ্যে পাকিস্তান সরকারের কাছে গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা দাবি করেছে ঢাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়