শিরোনাম
◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা?

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধকালীন গণহত্যার তথ্য তুলে ধরায় একটি হিন্দু গ্রুপকে হুমকি দিলো পাকিস্তান

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ)কে এই হুমকি দিয়েছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের ডিজিটাল অ্যঅনালাইসিস উইং। সম্প্রতি সংস্থাটি ৭১ এর গণহত্যা বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ তুলে ধরে। ইয়ন নিউজ

[৩] এই তথ্য উপাত্ত ‘রিমেম্বারিং দ্য লস্ট, সেলিব্রেটিং সারভাইভাল’ শিরোনামে তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোষরদের হাতে নিহত হয়। ৯ মাসের যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। হুমকিতে ইমরান খানের সরকার বলেছে, এসব তথ্য সরানো না হলে, এইচএএফ এর ওয়েবপেজকে পাকিস্তানে ব্লক করা হবে।

[৪] চিঠিতে বলা হয়েছে, ‘এই ওয়েবসাইটটিতে মিথ্যা ও ভুল তথ্য রয়েছে। এভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে অসম্মানিত করা হচ্ছে। এভাবে তৈরি করা হচ্ছে রাষ্ট্রবিরোধী মতাদর্শ। বড় বড় জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির জন্যই এসব করা হচ্ছে। এই তথ্যগুলো পাকিস্তানের স্বাধীকার, মর্যদা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।’

[৫] এইচএএফ এর মানবাধিকার বিষয়ক পরিচালক দিপালি কুলকার্নি বলেন, ‘এটা প্রমাণিত যে, পাকিস্তান হিন্দু, খ্রিস্টান, আহমিদিয়া মুসলিমসহ সকল সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালায়। তারা এখনও এ ধরণের কাজ অব্যাহত রেখেছে।’

[৬] চলতি বছর স্বাধীনতার ৫০ বছরে পা দিয়েছে বাংলাদেশ। এ উপলক্ষ্যে পাকিস্তান সরকারের কাছে গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা দাবি করেছে ঢাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়