শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধকালীন গণহত্যার তথ্য তুলে ধরায় একটি হিন্দু গ্রুপকে হুমকি দিলো পাকিস্তান

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ)কে এই হুমকি দিয়েছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের ডিজিটাল অ্যঅনালাইসিস উইং। সম্প্রতি সংস্থাটি ৭১ এর গণহত্যা বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ তুলে ধরে। ইয়ন নিউজ

[৩] এই তথ্য উপাত্ত ‘রিমেম্বারিং দ্য লস্ট, সেলিব্রেটিং সারভাইভাল’ শিরোনামে তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোষরদের হাতে নিহত হয়। ৯ মাসের যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। হুমকিতে ইমরান খানের সরকার বলেছে, এসব তথ্য সরানো না হলে, এইচএএফ এর ওয়েবপেজকে পাকিস্তানে ব্লক করা হবে।

[৪] চিঠিতে বলা হয়েছে, ‘এই ওয়েবসাইটটিতে মিথ্যা ও ভুল তথ্য রয়েছে। এভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে অসম্মানিত করা হচ্ছে। এভাবে তৈরি করা হচ্ছে রাষ্ট্রবিরোধী মতাদর্শ। বড় বড় জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির জন্যই এসব করা হচ্ছে। এই তথ্যগুলো পাকিস্তানের স্বাধীকার, মর্যদা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।’

[৫] এইচএএফ এর মানবাধিকার বিষয়ক পরিচালক দিপালি কুলকার্নি বলেন, ‘এটা প্রমাণিত যে, পাকিস্তান হিন্দু, খ্রিস্টান, আহমিদিয়া মুসলিমসহ সকল সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালায়। তারা এখনও এ ধরণের কাজ অব্যাহত রেখেছে।’

[৬] চলতি বছর স্বাধীনতার ৫০ বছরে পা দিয়েছে বাংলাদেশ। এ উপলক্ষ্যে পাকিস্তান সরকারের কাছে গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা দাবি করেছে ঢাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়