শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধকালীন গণহত্যার তথ্য তুলে ধরায় একটি হিন্দু গ্রুপকে হুমকি দিলো পাকিস্তান

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ)কে এই হুমকি দিয়েছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের ডিজিটাল অ্যঅনালাইসিস উইং। সম্প্রতি সংস্থাটি ৭১ এর গণহত্যা বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ তুলে ধরে। ইয়ন নিউজ

[৩] এই তথ্য উপাত্ত ‘রিমেম্বারিং দ্য লস্ট, সেলিব্রেটিং সারভাইভাল’ শিরোনামে তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোষরদের হাতে নিহত হয়। ৯ মাসের যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। হুমকিতে ইমরান খানের সরকার বলেছে, এসব তথ্য সরানো না হলে, এইচএএফ এর ওয়েবপেজকে পাকিস্তানে ব্লক করা হবে।

[৪] চিঠিতে বলা হয়েছে, ‘এই ওয়েবসাইটটিতে মিথ্যা ও ভুল তথ্য রয়েছে। এভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে অসম্মানিত করা হচ্ছে। এভাবে তৈরি করা হচ্ছে রাষ্ট্রবিরোধী মতাদর্শ। বড় বড় জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির জন্যই এসব করা হচ্ছে। এই তথ্যগুলো পাকিস্তানের স্বাধীকার, মর্যদা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।’

[৫] এইচএএফ এর মানবাধিকার বিষয়ক পরিচালক দিপালি কুলকার্নি বলেন, ‘এটা প্রমাণিত যে, পাকিস্তান হিন্দু, খ্রিস্টান, আহমিদিয়া মুসলিমসহ সকল সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালায়। তারা এখনও এ ধরণের কাজ অব্যাহত রেখেছে।’

[৬] চলতি বছর স্বাধীনতার ৫০ বছরে পা দিয়েছে বাংলাদেশ। এ উপলক্ষ্যে পাকিস্তান সরকারের কাছে গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা দাবি করেছে ঢাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়