শওগাত আলী সাগর ফেসবুক থেকে: [২] তিনি কানাডার অন্যতম প্রধান রাজনৈতিক দল এনডিপির প্রধান, জাগমিত সিংহ। পরিবারের সদস্য নয়, এমন কি এক বাড়তে থাকেন না- এমন একজনের সঙ্গে মাস্ক না পরেই একেবারের কাছাকাছি বেশ খানিকটা সময় কাটিয়েছেন তারা। একে অপরকে আলিঙ্গনও করেছেন।
[৩] স্বাভাবিক সময়ে এই ঘটনাটা একেবারেই নির্দোষ একটি ঘটনা। কিন্তু যখন দেশে জরুরী অবস্থা চলছে, স্বাস্থ্য বিভাগ অবশ্যই অনুসরণীয় স্বাস্থ্যবিধি বলবৎ করেছে- তখন জাগমিত সিং এর এই আচরণ আইনের লংঘন। জাগমিত সিং স্বাস্থ্যবিধি লংঘন করেছেন।
[৪] গ্লোবাল নিউজের ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পরলেও জাগমিত সেটি টের পাননি। ফলে এ নিয়ে তিনি কোনো কথাও বলেন নি। গ্লোবাল নিউজ যখন এনডিপি কার্যালয়ে ভিডিওটি পাঠিয়ে ‘এটি জাগমিত সিং কী না’ তার কনফার্শেশন চায়- তখনি তিনি বুঝতে পারেন, তিনি ভুল করেছেন।
[৫] পরপরই তিনি স্বাস্থ্যবিধি লংঘন করা ভুল হয়েছে স্বীকার করে ক্ষমা চান। গ্লোবাল নিউজ ভিডিওটি এনডিপি কার্যালয়ে না পাঠালে জাগমিত সিং কি ভুল স্বীকার করতেন? মনে হয় না।