শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম বন্দরের ১০১ জন কর্মকর্তা-কর্মচারী শহীদ হওয়ায় তাঁদের স্মরণে মেরিন মিউজিয়াম স্থাপনের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। বৈঠকে স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরের ১০১ জন কর্মকর্তা-কর্মচারী শহীদ হওয়ায় তাঁদের স্মরণে মেরিন মিউজিয়াম স্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

[৩] বৃহস্পতিবার আকমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, উহার সমস্যা ও সমাধান, চট্টগ্রাম বন্দরের বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদির মজুদ, রক্ষণাবেক্ষণ, হ্যান্ডলিং ও পরিবহন আইন এবং নীতিমালা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

[৫] বৈঠকে কর্ণফুলী নদীর তলদেশ পলিথিনমুক্ত রাখার জন্য সুপরিকল্পিত কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা নির্ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিবকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

[৬] বৈঠকে আমদানীকৃত যে সকল কন্টেইনারে বিপজ্জনক, দাহ্য ও বিস্ফোরক রয়েছে সেসকল কন্টেইনারের গায়ে উল্লিখিত পণ্যের নাম সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধকরণ এবং লাল স্টিকার সংযুক্ত বাধ্যতামূলক করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে চট্টগ্রাম বন্দরের চুরিরোধকল্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

[৮] এছাড়া, দক্ষ জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ অব্যাহত রাখার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

[ ৯] নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়