মোঃ কাওছার ইকবাল: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র-নৃ জনগোষ্টির শিশুদের মাঝে তাদের নিজেস্ব ভাষায় রচিত পাঠ্যবই বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার (২৬ মে) সকালে উপজেলার বিদ্যাবিল চা বাগানের একটি বিদ্যালয়ে এ বই বিতরণ অনুষ্টিত হয়।
[৩] জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. আবুল হাসনাত হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-জনগোষ্টীর কোমলমতি শিশুদের মাঝে মাতৃভাষার বই বিতরণ করেন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
[৪] উপস্থিত ছিলেন জন প্রশাসনের এসাইনমেন্ট অফিসার মো. মোস্তফা শাওন। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ। শিশু শিক্ষার্থীরা নিজের ভাষায় রচিত বই পেয়ে অনন্দ প্রকাশ। অভিবাবকরাও তাদের মাতৃভাষাকে যথাযথ মূল্যান করে বই প্রকাশ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।