শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে ।বৃহস্পতিবার ২৭ মে বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন বরগুনা ২ সংসদীয় আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন।

[৩] ৭কোটি ৯০ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত বিশাল এই ভবনটিতে উপজেলার সকল দপ্তর উপজেলা পরিষদের কার্যক্রম স্থান পাবে বলে জানা গেছে। থাকবে নানা তথ্য উপাত্য। সম্প্রসারিত এই ভবনের উদ্ভোধনের ফলে পাথরঘাটার বিভিন্ন দপ্তরের সেবাপ্রত্যাশীদের পাশাপাশি জনপ্রতিনিধি সাধারণ জনগণসহ সকলের কাজ ত্বরান্বিত হবে।

[৪] নতুন ভবনের অডিটরিয়মে উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.জাবির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি

[৫] প্রধান অতিথি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রদূত বঙ্গ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এক-ই ভবনে সকল সুবিধা রেখেছেন। উপজেলার সকল দপ্তর একই ভবনে থাকলে মানুষের সেবা পেতে আর বেগ পেতে হবে না এবং যারা কর্মকর্তা রয়েছেন সরকারের; তাদের কাজও ত্বরান্বিত হবে বলে আমি মনে করি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়