সুজন কৈরী : রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টার এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪জন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলো- আ. রহমান ওরফে রাজা, জাহিদ, সানজু ও শান্ত ইসলাম।
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানকালে আটকদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি কাঠের বাটযুক্ত স্টীলের তৈরি চাকু, ১টি প্লাষ্টিকের বাটযুক্ত স্টীলের তৈরি চাকু ও ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়ছে।