শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ১০:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়, ম্যাচসেরা মুশফিকুর রহিম [২] রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাহুল রাজ:[৩] ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১০৩ রানের জয়ে প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। আগে সিংহদের বিরুদ্ধে ৮টি সিরিজ খেলতেও শিরোপা ছিল অধরা।

[৪]২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং মোকাবেলায় সাজ ঘরে আসা যাওয়ার মধ্যেই ব্যস্ত ছিল লঙ্কান ব্যাটিং লাইন। অভিষিক্ত শফিউল ইসলাম কুশাল পেরেরাকে ফিরিয়ে দিয়ে উইকেট পতনের সূচনা করেন। টাইগারদের ধারাবাহিক আক্রমনে ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ ওভারে লঙ্কানদের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রান তুলে দ্বীপরাজ্য। ৩ টি করে উইকেট দখল করেছেন মিরাজ-মোস্তাফিজ। সাকিব ২ উইকেট তুলে জয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখেন। অতিথিদের পক্ষে দিনাস্কা সর্বোচ্চ ২৪ রান করেন। সুপার লিগে আট ম্যাচে পাঁচ জয়ে ৫০ পয়েন্টে সবার উপরে উঠেছে বাংলাদেশ।

[৫]এর আগে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশ। মুশফিকুর রহিমের অষ্টম সেঞ্চুরিতে লাল-সবুজের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান। শুরুটা মোটেও ভালো হয়নি টিম টাইগারদের। দ্রুত টপ অর্ডারদের হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। রহিম ও রিয়াদের ৮৭ রানে জুটি প্রাথমিক বিপদ কাটিয়ে স্কোর বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনের শুরুতে তামিম ১৫, সাকিব ০, লিটন ২৫, মোসাদ্দেক ১০, রিয়াদ ৪১ রানে সাজ ঘরে ফিরেন। ১২৫ রান করা রহিমকে কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় ১০ বল বাকি থাকতে পুরো দল অলআউট হয়ে যায়। লঙ্কান পক্ষে চামিরা ও লাকশান ৩ টি করে উইকেট তুলে নেন। সম্পাদনায় : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়