শাহীন খন্দকার: [২] দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু থেকে পর্যন্ত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন। এছাড়া চীনের উপহার পাওয়া ৫ লাখ টিকা থেকে মঙ্গলবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ১৭১জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৭ জন, শহীদ সোহরাওর্য়াদী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ৪৩ জন প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।
[৩] মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৩৩,৬৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি জানিয়েছে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন মোট ৫৮ লাখ ২০ হাজার ১ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪০ লাখ ৮৪ হাজার ৩০ জন। এখনো ১৩ লাখ ৫৫ হাজারের অধিক দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে। এদের সবাইকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।
[৪] উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার নিবন্ধন।