শিরোনাম
◈ ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ ◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা টিকার ভয়ে নদীতে ঝাঁপ গ্রামবাসীর

ডেস্ক রিপোর্ট: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সেই সঙ্গে টিকা দেওয়ার কাজও চলছে। তবে টিকা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। দেশটিতে জনগণকে টিকা নিতে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছে দেশটির সরকার। কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় মানুষকে কোনোভাবেই টিকা নিতে রাজি করানো যাচ্ছে না। এমনই এক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। টিকার ভয়ে সেখানকার এক গ্রামের বাসিন্দারা নদীতে ঝাঁপ দিয়েছে। কলকাতা২৪, হিন্দুস্তান টাইমস

করোনার টিকা নিতে আপত্তি জানান সেখানকার বাসিন্দারা। আর ভয়ে সরয়ূ নদীতে ঝাঁপ দেন অনেকে। রামনগরের সিসোদা গ্রামের শনিবারের ঘটনা এটি। টিকা দেওয়ার খবর শুনেই সেখানে মানুষ বেজায় ভয় পেয়ে যান। আর জড়ো হন সরয়ূ নদীর তীরে।

সেখানকার কৃষক শিশুপাল বলেন, ‘টিকা নিয়েও মানুষ মারা গেছে। আমি এমন লোকদের চিনি যাদের টিকা নিয়ে হাসপাতালে যেতে হয়েছে। মরেই যখন যাব তখন টিকা নিয়ে কী করব?’

এই গ্রামে আরও গুজব ছড়িয়েছে যে টিকা নিলে যৌন অক্ষমতা হবে। টিকা দিতে আসার সময় সবাই পালিয়ে যাওয়ার প্রধান কারণ এটিই। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রামনগর তেহসিল ও রাজিব কুমার শুক্লা বলেন, গ্রামের প্রায় দুইশো লোক টিকার ভয়ে পালিয়ে যায় এবং সরয়ু নদীর পাড়ে চলে আসে।

শুক্লা বলেন, তিনি গ্রামবাসীদের টিকার গুরুত্ব ও উপকারিতা বোঝানোর চেষ্টা করেন এবং টিকা নিয়ে ভুল ধারণাগুলো ভেঙ্গে দেয়ার চেষ্টা করেন। তার কথা শোনার পর মার ১৮ জন গ্রামবাসী টিকা নিয়েছেন। ওই অঞ্চলের কর্মকর্তা রাহুল ত্রিপাঠি বলেন, টিকার উপকারীতা সম্পর্কে জানাতে ও ভুল ধারণাগুলো দূর করতে তারা স্থানীয় লোকজনের মাঝে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টিকার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ‘আমার গ্রাম, করোনামুক্ত গ্রাম’ শিরোনামে প্রচারণা চালাচ্ছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়