শিরোনাম
◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে টিকার উৎপাদন করতে পারলে টেকসই ব্যবস্থাপনা হবে: সেব্রিনা ফ্লোরা

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনার সময়ে বিশেষ স্বাস্থ্য ব্যবস্থার জন্য কোনো দেশই প্রস্তুত ছিল না। করোনা মহামারির মধ্যে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই কেবল স্বাস্থ্য খাতের সঙ্কট মোকাবেলা করা সম্ভব। স্বাস্থ্য কিংবা একক কোনো বিভাগের মাধ্যমে যা সম্ভব নয়।

[৩] তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা করোনাপূর্ব অবস্থায় বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে স্বীকৃতি পেয়েছে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য ব্যবস্থাপনায় সব ধরনের সুযোগ কাজে লাগানো হয়েছে। তবে দেশে টিকার উৎপাদন করতে পারলে টেকসই ব্যবস্থাপনা হবে। রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

[৪] স্বাগত বক্তব্যে অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, লকডাউন একটি চরম ব্যবস্থা। কিছু ক্ষেত্রে বাস্তব কারণ ও দাবির পরিপ্রেক্ষিতে শিথিল করা হচ্ছে। এটি বৈপরীত্য তৈরি করছে। করোনাকাল স্বাস্থ্য খাত কতটুকু ভঙ্গুর তা দেখিয়ে দিয়েছে।

[৫] প্যানেল আলোচক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, সাধারণ মানুষ জীবনের চেয়ে জীবিকার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া করোনাকালীন সময়ে এটুআই কর্মসূচির মাধ্যমে ডিজিটাল নানান উদ্যোগ ও এর সুফল পেয়েছে মানুষ। সামাজিক দূরত্ব ও মাস্ক পরা হলে সেটি লকডাউন থেকে বেশি কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়